একটি মাত্র সাধারন রূপোর আংটি, বদলে দিতে পারে আপনার জীবন
First Published Feb 3, 2021, 11:32 AM IST
গয়না মানেই তা সোনার হতে হবে, তার উপর যদি আবার তা আংটি হয়। যত দামই হোক ডিজাইন করা রূপোর আংটির বদলে সোনার আংটিই বেশি আকর্ষণীয়। তবে জ্যোতিষশাস্ত্র মতে, বহু শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে রুপো। বৃহস্পতি ও চন্দ্রের জন্য রুপো অত্যন্ত কার্যকর ধাতু। জানলে অবাক হবেন জ্যোতিষশাস্ত্র জানায়, একটি মাত্র সাধারণ রূপোর আংটিও বদলে দিতে পারে আপনার জীবন। জেনে নেওয়া যাক কিভাবে কাজ করে এই রূপোর আংটি-

জীবনের সমস্ত বাধা, বিপদ কাটিয়ে জীবনে আনতে পারে অবিশ্বাস্য পরিবর্তন। তাই বৈদিক শাস্ত্র মতেও, রুপো হল সোনার থেকেও দামী ধাতু।

যে কোনও আঙ্গুলে নয় কেবলমাত্র কনিষ্ঠাতে একটিমাত্র রুপোর ধাতু ধারণ করলে শারীরিক সমস্যা-সহ নানা বাধা ও বিপত্তি থেকে মুক্তি মেলে বলে মনে করা হয়।

সর্দি-কাশি, ঠান্ডা লাগার সমস্যা থেকে দ্রুত মুক্তি দেয় এই টোটকা। আংটি ধারন করার আগের দিন রাতে সারারাত জলে আংটি ডুবিয়ে রাখতে হবে।

পরদিন সেটি পরিস্কার করে নিয়ে, চন্দনে শোধন করে নিয়ে ধারণ করলে দ্রুত সুফল পাওয়া যায়।

নিয়ম মেনে এই আংটি ধারণ করলে, যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি স্থিরভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র নিজের জন্য নয় মা অথবা স্ত্রীর সুস্বাস্থ্যর জন্যও এই আংটি খুবই কার্যকরী।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?