একটি মাত্র সাধারন রূপোর আংটি, বদলে দিতে পারে আপনার জীবন
| Published : Feb 03 2021, 11:32 AM IST
একটি মাত্র সাধারন রূপোর আংটি, বদলে দিতে পারে আপনার জীবন
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
জীবনের সমস্ত বাধা, বিপদ কাটিয়ে জীবনে আনতে পারে অবিশ্বাস্য পরিবর্তন। তাই বৈদিক শাস্ত্র মতেও, রুপো হল সোনার থেকেও দামী ধাতু।
26
যে কোনও আঙ্গুলে নয় কেবলমাত্র কনিষ্ঠাতে একটিমাত্র রুপোর ধাতু ধারণ করলে শারীরিক সমস্যা-সহ নানা বাধা ও বিপত্তি থেকে মুক্তি মেলে বলে মনে করা হয়।
36
সর্দি-কাশি, ঠান্ডা লাগার সমস্যা থেকে দ্রুত মুক্তি দেয় এই টোটকা। আংটি ধারন করার আগের দিন রাতে সারারাত জলে আংটি ডুবিয়ে রাখতে হবে।
46
পরদিন সেটি পরিস্কার করে নিয়ে, চন্দনে শোধন করে নিয়ে ধারণ করলে দ্রুত সুফল পাওয়া যায়।
56
নিয়ম মেনে এই আংটি ধারণ করলে, যে কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি স্থিরভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
66
পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র নিজের জন্য নয় মা অথবা স্ত্রীর সুস্বাস্থ্যর জন্যও এই আংটি খুবই কার্যকরী।