মানসিক অবসাদে ভুগছেন, মেনে চলুন এই নিয়ম কাটিয়ে উঠুন মানসিক অসুস্থতা
শাস্ত্রমতে দেবাদিদেব মহাদেবের পুজোয় জীবন হয়ে ওঠে সুন্দর ও সুস্থির। অনেকেই মনে করেন, সোমবার ও শুক্রবারে শিবের পুজো করলে সকল মনের ইচ্ছে পূরণ হয়। জানলে অবাক হবেন শুক্রবারেও শিবের পুজো করলে মুক্তি পাবেন মানসিক অবসাদ থেকে। এই পুজোর সঙ্গে সঙ্গে সহজ কিছু নিয়ম পালন করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায়। মানসিক অবসাদ ও মানসিক চাপ থেকে মুক্তি পেতে এই বিশেষ নিয়মে করুন শিবের পুজো।
- FB
- TW
- Linkdin
শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরমসত্ত্বা রূপে ঘোষিত।
সোমবার ও শুক্রবারে মহাদেবের নামে উপবাস রেখে শিবমন্ত্র জপ করলে দ্বন্দ্ব, বিদ্বেষ থেকে মুক্তি পাওয়া যায় ৷
মহাদেব-কে তিল অর্পন করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে দ্রুত সুফল পাওয়া যায়।
মহাদেবের পুজোয় আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, দুধ দিয়ে স্নান করান।
ওম নমঃ শিবায় মন্ত্র ১০৮ বার জপ করুন, শরীর থেকে সমস্ত রোগ দ্রুত নিরাময় হয়ে যাবে।
সোমবার ও শুক্রবারে মহাদেবের পুজোয় গম অর্পন করলে দ্রুত সন্তান ধারণের স্বপ্ন পূরণ হয়।
এমনকি এই নিয়ম মেনে চললে শনির সাড়ে সাতি দশার প্রকোপও কমতে শুরু করে।
এই নিয়মে মহাদেবের পুজো করলে বাড়ির অশুভ শক্তি দূরে হয় এবং শুভ শক্তি প্রবেশ করে।