- Home
- Astrology
- Horoscope
- April Fool Day-তে সতর্ক থাকুন এই চার রাশি, আনন্দে গা ভাসাতে গিয়ে বিপদে পড়তে পারেন
April Fool Day-তে সতর্ক থাকুন এই চার রাশি, আনন্দে গা ভাসাতে গিয়ে বিপদে পড়তে পারেন
- FB
- TW
- Linkdin
সকাল থেকে একের পর এক মেসেজ আসছে ফোনে। মজার মজার মেসেজ, আর শেষে লেখা হ্যাপি এপ্রিল ফুল ডে। আজ সারাটা দিনই সকলে ব্যস্ত একে অন্যকে বোকা বানাতে। ১ এপ্রিল সারা বিশ্ব জুড়ে সকলেই বোকা বানানোর কাজে মত্ত থাকেন। বন্ধু, সহকর্মী, আত্মীয়- সকলকে বোকা বানান সকলে।
এই দিনটা কিছু লোক মাজার ছলে নিলেও কেউ কেউ সিরিয়াস হয়ে যান। তাই আগে থেকে কারও মানসিকতা প্রসঙ্গে না জেনে মজা করবেন না। সে খারাপ প্রতিক্রিয়া দিলে সমস্যায় পড়ে যাবেন। এখন প্রশ্ন হল, কী করে বুঝবেন এমন দিনে কে কেমন প্রতিক্রিয়া দেবে। আবার এই দিনে কী সকলের মজা করা উচিত। জ্যোতিষ মতে একেবারে নয়। শাস্ত্রে এই চার রাশির কথা উল্লেখ আছে। যাদের আজ সিরিয়াস হওয়ার দিন।
আজ সতর্ক থাকুন মেষ রাশি ছেলে মেয়েরা। রাশিচক্রের প্রথম রাশি হল মেষ। এরা বাস্তববাদী ও সাহসী মানসিকতার অধিকারী। এরা উদ্যোগী মানসিকতার হন। এরা আনন্দ করতে বেশ ভালোবাসেন। তবে, আজ মেষ রাশির ছেলে মেয়েরা সতর্ক থাকুন। আজ আনন্দে গা ভাসানোর আগে সতর্ক হন। না হলে বিপদে পড়তে পারেন।
২১ মার্চ থেকে ২০ এপ্রিল অর্থাৎ ৮ চৈত্র থেকে ৭ বৈশাখ সময়ের মধ্যে যারা জন্মেছেন তারা মূলত মেষ রাশির অন্তর্গত। এই রাশির শুঙ রঙ লাল। এদের শুভ দিন হল মঙ্গলবার। শুভ সংখ্যা ১৬। শুভ দিন দক্ষিণ আর শুঙ সঙ্গী বা সঙ্গিনী ধনু ও সিংহ রাশির জাতক জাতিকারা। রক্তপ্রবাল পাথর এই রাশির জন্য শুভ রত্ন বলে গণ্য হয়। আজ কোনও কাজে হাত দেওযার আগে এই কয়টি কথা মাথায় রাখুন।
রাশি চক্রের দ্বিতীয় রাশি হল বৃষ। আপনার এপ্রিল ফুল রাশিফল বলছে, আজ সতর্ক হওয়া প্রয়োজন। তা না হলে দুঃখ পেতে পারেন। আজ আপনার সহকর্মী বা বন্ধু কর্তীক এমন কোনও মজার শিকার হতে পারেন, যা আপনার মনে আঘাত দেবে। তাছাড়াও, আজ জীবনে কোনও সুযোগ আসতে পারে, তাই সতর্ক না হলে পরে সমস্যায় পড়বেন।
যে সকল ব্যক্তির জন্ম ইংরেজিতে ২১ এপ্রিল থেকে ২০ মে অথবা বাংলার ৮ বৈশাখ থেকে ৭ জৈষ্ঠ্যের মধ্যে, তাদের রাশি হব বৃষ। বৃষ রাশি হল রাশিচক্রের দ্বিতীয় রাশি। জ্যোতিষ মতে, এই রাশি যাদের হয়, সেই সকল ব্যক্তির মধ্যে অন্যরাশির তুলনায় স্নেহ, মমতা, ভালোবাসা বেশি থাকে।
বৃশ্চিক রাশির ছেলে মেয়েরাও আজ খুবই সতর্ক থাকুন। আজ সামগ্রিত সুস্থতা বজায় রাখতে চাইলে সতর্ক থাকতে হবে সারাদিন। আজ শনি বৃশ্চিক রাশির ঘরে প্রবেশ করছে। এর অর্থ হল সবক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে আপনার কী করা উচিত। তা না হলে যেমন আঘাত পাবেন, তেমনই হতে পারে আর্থিক ক্ষতি।
বৃশ্চিক রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক এবং একগুঁয়ে প্রকৃতির হয়। এরা নিজেদ মতে চলতে ভালোবাসেন। এরা স্বেচ্ছাচারী ও প্রভুত্বকামী হয়ে থাকেন। এই রাশির মঙ্গল যদি অশুভ হয়, তাহবে এরা অহংকারী হন। আজ এই রাশির ছেলে মেয়েরা সতর্ক থাকুন। বুদ্ধি দিয়ে বিচার করে যে কোনও সিদ্ধান্ত নিন। তা না হলে বিপদে পড়তে পারেন।
আজ সতর্ক থাকা প্রয়োজন কুম্ভ রাশিরও। এরা ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ন হয়ে থাকেন। জ্যোতিষ মতে ১ এপ্রিল দিনটা এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ সকর্ত না হলে বিপদে পড়তে পারেন কুম্ভ রাশির ছেলে মেয়েরা।
জ্যোতিষ মতে শনি, শুক্র এবং মঙ্গলের প্রভাব রয়েছে এই রাশির ওপর। ১ এপ্রিল এদের জীবনে কিছু পরিবর্তন হবে। তাই আজ বুদ্ধি করে সকল সিদ্ধান্ত না নিলে ও সারাদিন সতর্ক না থাকলে পড়তে পারেন বিপদে। কারও সঙ্গে অধিক মজা করতে গিয়েও সমস্যায় পড়তে পারেন।