- Home
- Astrology
- Horoscope
- সম্পর্কে সমস্যা, কোন রাশির জাতকেরা ভাঙতে পারে এই বছর, আপনার পার্টনার এই তালিকায় নেই তো
সম্পর্কে সমস্যা, কোন রাশির জাতকেরা ভাঙতে পারে এই বছর, আপনার পার্টনার এই তালিকায় নেই তো
- FB
- TW
- Linkdin
মেঘ- এই রাশির জাতকদের মধ্যে ক্রমেই বাড়বে প্রেমের চাহিদা। এই সময় যদি তাঁদের চাহিদা পূরণ না হয়ে থাকে, তবে তাঁরা অতীত ভুলে নতুন সম্পর্কে পা বাড়াতে পারেন।
যার জন্য সম্পর্ক ভাঙতেও পারে। তাই আপনার পার্টনার যদি এই রাশির জাতক হয়, তবে সাবধানে থাকুন।
বৃষ রাশি- কোনও সম্পর্কে টিকে থাকার মানসিকতা কমতে থাকবে এই রাশির জাতকদের।
সব দিক ব্যালন্স করতে গিয়ে কোথাও যেন সম্পর্কের প্রতি নজর সরে যাচ্ছে। তার জেরেই ভাঙন। তাই এই জাতকদের সঙ্গে খানিকটা বুঝে চলুন।
তুলা রাশি- এই রাশির জাতকেরা সম্পর্কের যত্ন করতে জানে। তবে চলতি বছর এই রাশির জাতকদের সেই সম্পর্কের সমীকরণে থাকতে পারে ফাঁক।
তাই সময় থাকতে সতর্ক হয়ে যান। আর সেই অসম্পূর্ণতা পূরণের ভার নিজের কাঁধে তুলে নিন।
বৃশ্চিক রাশি- এদেরকে সহজে বোঝা যায় না। তাই এঁদের নিয়ে চলাটা বেশ কঠিন হয়ে ওঠে এক এক সময়।
যার ফলে সম্পর্কে নানা সমস্যা দেখা দেয়। প্রয়োজনে এরা সম্পর্ক পাল্টেও ফেলতে পিছু পা হন না। তাই সতর্ক থাকুন।
কুম্ভ রাশি- আপনাকে পুরোপুরি না ছেড়ে দিলেও এদের মধ্যে মাঝে মাঝে প্রেম উঁকি দিয়ে থাকে।
যার জেরে অল্প বিস্তর সমস্যার সৃষ্টি হবে। আর তা সঠিকভাবে সামাল দিতে না পাড়লেই বিপত্তি।