একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা আছে কি না, বলে দেবে এই যোগ
- FB
- TW
- Linkdin
জ্যোতিষশাস্ত্র বিশ্বাস না করলেও একবার অন্তত রাশিফলে চোখ পড়লে দেখে নিই সকলে। তার সঙ্গে প্রয়োজন জন্মছকের নিঁখুত বিচার। একইসঙ্গে জন্মছকে একক ব্যবসা না পার্টনারশিপ ব্যবসার প্রয়োজন তাও অনুমান করা সম্ভব।
তাই কোনও ধরণের ব্যবসা আপনার পক্ষে শুভ, তার সঠিক বিচারেরও প্রয়োজন। তাই ব্যবসার উন্নতিতে আপনার জন্মছকে সপ্তমে কোন কোন গ্রহের অবস্থান আছে তা দেখে নেওয়া প্রয়োজন।
যদি আপনার জন্মছকে রাহু সপ্তম ভাবে থাকে তাহলে আপনার ব্যবসায় আগ্রহ বৃদ্ধি পাবে এবং ব্যবসায় উত্থান পতন থাকবে।
যদি আপনার জন্মছকে রবি সপ্তম ভাবে থাকে তাহলে আপনার ব্যবসা শিথিল থাকবে সে রকমভাবে উন্নতি লক্ষিত হবে না।
যদি আপনার জন্মছকে মঙ্গল সপ্তম ভাবে থাকে তাহলে ব্যবসায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে খারাপ পরিস্থিতি আসার সম্ভাবনা থাকে।
যদি আপনার জন্মছকে শুক্র সপ্তম ভাবে থাকে তাহলে আপনার ব্যবসা খুব জনপ্রিয় এবং আপনি খুব প্রশংসনীয় হবেন।
যদি আপনার জন্মছকে বুধ সপ্তম ভাবে থাকে তাহলে আপনার ব্যবসায় দ্রুত উন্নতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা থাকে।
যদি আপনার জন্মছকে চন্দ্র সপ্তম ভাবে থাকে তাহলে আপনার ব্যবসায় গতি আসবে, পাশাপাশি ব্যবসায় স্থান পরিবর্তনের সম্ভাবনা থাকে।