জেনে নিন এই চার রাশির কথা, বয়স্কদের সম্মান করতে সব সময় এগিয়ে থাকেন এরা
- FB
- TW
- Linkdin
বড়দের সম্মান করার শিক্ষা সব বাচ্চাকেই মা-বাবারা দিয়ে থাকেন। ছোট থেকেই বাচ্চাকে এই শিক্ষা দেওয়া হয়। তবে, সব বাচ্চার তা ভালো করে গ্রহণ করে এমন নয়। বড় হয়ে অনেকের কাছে বিষয়টি গুরুত্ব পায়, কারও কাছে নয়। যারা বড়দের সম্মান করে না, তাদের লোকে কু কথা বলেন। আর যারা উল্টোটা, তারা প্রশংসা পান।
জানেন কি, কেউ বড়দের সম্মান করবেন কী না, সেট নির্ভর করে তার রাশির ওপর। জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ আছে এমন কথারই। শাস্ত্রে, চার রাশির ছেলে মেয়েকে উল্লেখ আছে। যারা বয়স্কদের সম্মান করতে সব সময় এগিয়ে থাকে। কেউ বড়দের সম্মান করবে কি না, তা পুরোপুরি রাশির ওপর নির্ভর করে এমনও নয়।
জ্যোতিষ মতে, কন্যা রাশির ছেলে ও মেয়েরা বয়স্কদের সম্মান করতে এগিয়ে। উদ্যোমী, আনন্দ প্রিয় ও হাস্যকৌতুক স্বভাবের হন কন্যা রাশির জাতক জাতিকারা। এরা সব সময় বয়স্কদের সম্মান করেন। বয়স্কদের সঙ্গে কোনও রকম অন্যায় হচ্ছে দেখলে, এরা বিরত থাকতে পারেন না।
অন্যদিকে, কন্যা রাশির জাতক জাতিকারা সুমিষ্ট স্বভাবের ও আকর্ষণীয় ব্যক্তির অধিকারী হন। এরা ভালো মনেপ মানুষ হিসেবে পরিচিত। এমনকী, দয়ালু স্বভাবের হয়ে থাকেন। তবে, জ্যোতিষ মতে, এদের সঙ্গীর খুঁত ধরার স্বভাব আছে। যে কারণে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এদের এই খুঁত ধরার স্বভাবের জন্য নানা রকম সমস্যায় পড়েন এরা।
এই তালিকায় রয়েছেন কর্কট রাশির ছেলে মেয়েরা। রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি। এরা শৈল্পীক স্বভাবের, ভাব প্রবণ মানসিকতার অধিকারী। কর্কট রাশির ছেলে ও মেয়েরা বড়দের খুবই সম্মান করেন। এরা যে কোনও সম্পর্কের প্রতি যত্নশীল হন। এরা দায়িত্ববান স্বভাবেরও হয়ে থাকেন।
খুব অনুগত ও আবেগপ্রবণ হন কর্কট রাশির ছেলে মেয়েরা। এরা সম্পর্কের প্রতি যত্নশীন হন। যে কোনও সম্পর্ক খুব ভালোভাবে মানিয়ে চলেন। এরা স্বভাবে ভাবুক প্রকৃতির হয়। যে কারণে নানা রকম চিন্তা এদের মাথায় ঘুরতে থাকে। অনেক সময় এর খাবার প্রভাবও পড়ে এদের জীবনে। তবে, নিজের ছোটখাটো যে কোনও দায়িত্বের ব্যাপারে এরা সতর্ক থাকেন।
বৃষ রাশির জাতক জাতিকারও বড়দের সম্মান করতে সব থেকে এগিয়ে। এদের কাছে পারিবারিত মূল্যবোধ বিস্তর হয়। এরা অন্যায় সহ্য করতে পারেন না। বয়স্কদের সঙ্গে কোনও রকম অন্যায় দেখলে প্রতিবাদ করেন। এরা মিষ্টি স্বভাবের মানুষ হন। এদের বুদ্ধি বিস্তর। যে কোনও সমস্যা খুব সহজে সামলে নেন। কোনও ঘটনায় যেন বড়দের সম্মান বজায় থাকে সেই দিকে খেয়াল রাখেন এরা।
রাশি চক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। জ্যোতিষ মতে, এরা সহজে বন্ধু তৈরি করতে পারে। এই রাশির অধিকর্তা শুক্র। এরা অনেকেই শিল্পরসিক ও ভালো মনের মানুষ হয়ে থাকেন। সে কারণে, সহজেই এদের প্রতি আকৃষ্ট হন সকলে। এরা সম্পর্কের প্রতি যত্নশীল হন। সে কারণে সহজে কারও সঙ্গে এদের বন্ধুত্ব ভাঙে না।
মীন রাশির ছেলে ও মেয়েরা সব সময় বড়দের সম্মান করেন। এরা দয়ালু স্বভাবের হন। এরা মা-বাবার প্রতিও সকল কর্তব্য পালন করেন। পরিবারের সকল বয়স্ক মানুষদের সম্মান করেন। এমন স্বভাব ছোট থেকেই দেখা যায়। এরা খুব দায়িত্ববান ও কর্তব্য পরায়ন হন। যা সকলকে আকৃষ্ট করে। এই স্বভাবের জন্য প্রশংসাও পান এরা। ১০
কে কেমন স্বভাবের মানুষ তা আন্দাজ করা সম্ভব তার রাশি থেকে। রাশি দেধে বুঝতে পারেবেন কে দায়িত্ববান, কে কর্তব্যপরায়ন, কে আত্মবিশ্বাসী। এমনকী, সে সামাজিক তাও বলে দেবে আপনার রাশি। তাই কোনও নতুন মানুষের সম্পর্কে ধারণা তৈরি করতে হলে দেখে নিন তার রাশি।