- Home
- Entertainment
- Bengali Cinema
- 'কথা নয়,কাজই সব প্রমাণ করবে', BJP-তে যোগ দিয়েই হঠাৎ কেন সুর পাল্টালেন যশ
'কথা নয়,কাজই সব প্রমাণ করবে', BJP-তে যোগ দিয়েই হঠাৎ কেন সুর পাল্টালেন যশ
- FB
- TW
- Linkdin
দিনভর জল্পনা জিঁইয়ে রেখে একপ্রকার সকলকে চমকে দিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন যশ দাশগুপ্ত।
মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বেই পদ্ম শিবিরে যোগ দিলেন যশ এবং টলি অভিনেতারা।সকলের হাতে গেরুয়া পতাকা তুলে দেওয়া দেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।
প্রেমের গুঞ্জনের মধ্যেই নুসরতের বিরোধী দলেই যোগ দিয়ে জল্পনা যেন দ্বিগুন বাড়িয়ে দিয়েছেন যশ। একাধিকবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন যশ।
বিজেপিতে যোগ দিয়েই যশ জানিয়েছিলেন, এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। যেহেতু আমার নিজের বয়স কম তাই তরুণ প্রজন্মই আমার মূল লক্ষ। কারণ বিজেপি সবসময়েই তরুণ প্রজন্মের উপর জোর দিয়েছে। রাজনীতি মানেই পরিবর্তন দরকার। আর পরিবর্তন মানেই সিস্টেমের মধ্যে কাজ করা।
বিজেপিতে যোগ দিতে না দিতেই সুরবদল হয়েছে অভিনেতা যশের। বিজেপিতে আসার কয়েকদিনেক মধ্যেই নিজের ইনস্টা পোস্টে আবারও তিনি বুঝিয়ে দিলেন তিনি কথা নয়স কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করবেন।
সম্প্রতি নিজের ইনস্টা-তে নিজের একটি নিজস্বী পোস্ট করে ক্যাপশনে লেখেছেন, 'কাজ প্রমাণ করে কথার কোনও দাম নেই'। হঠাৎ কেন এই উপলব্ধি, নিশ্চয়ই এর পিছনে কোনও কারণ রয়েছে, জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যশের এই পোস্টে নেটিজেনরা অনেকেই মনে করছেন, নির্বাচনের আগে রাজনীতির ময়দানে নতুন নেমে নিজেকে প্রমাণ করতে অনেকই অনেক কথা ববে। কিন্তু কতজন তা করে দেখাতে পারে।
অভিনেতারা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন। যশেরও সেই অভিজ্ঞতা হয়েছে রাজনীতিতে আসার আগে। এবং শুধু তাই নয় রাজনীতিতে পা রাখার পরও বহুবার ট্রোলের মুখে পড়েছেন অভিনেতা। তবে কি তার উত্তরই দিলেন এই পোস্টে। প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
নিন্দুকদের মত, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলে বা দেখা করে তিনি শাসকদলে জায়গা পাননি। সেই সময়েই বিরোধি দলে যোগ দিয়েছেন তিনি। তবে কি সেইদিকেই ফের কটাক্ষ করলেন যশ। কাজ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে চলেছেন যশ।
এখানেই শেষ নয়, বিজেপি-তে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রীর কাছে আশীর্বাদও চেয়ে নিয়েছেন যশ। অভিনেতা নিজে জানিয়েছেন, মমতা বন্দোপাধ্যায়কে তিনি যথেষ্ঠ শ্রদ্ধা করেন এবং নিজেকে দিদির ভাই মনে করেন বলে জানান তিনি। তাই তার বিরুদ্ধে কিছু বলতে চান না।
যশ আরও জানিয়েছন, নুসরতের সঙ্গে তার বন্ধুত্বে কোনও প্রভাবই পড়বে না। যশের মতে, ব্যবস্থার বাইরে থেকে ব্যবস্থাকে বদলানো যায় না, তাই রাজনীতিতে যোগদান।