গোলাপি নয়, Black Luscious Lips অনামিকার, 'হিয়া'র এই রূপ আগে দেখেছেন
'এখানে আকাশ নীল'র 'হিয়ান'কে ফিরিয়ে আনতে এক সময় ব্যকুল হয়ে উঠেছিল দর্শকমহল। এখনও অবশ্য সেই ব্যকুলতা কাটেনি। হিয়া ও উজানের প্রেমকাহিনি হঠাৎই শেষ হয়ে যেতে ক্ষোভ উগরে দিয়েছিল দর্শকমহল। অভিনেত্রী অনামনিকা চক্রবর্তী এবং অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রায় পাগল হওয়ার জোগার একের পর এক ভক্তরা। এখনও সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে দেখার জন্য উতলা হয়ে পড়ে অনুরাগীরা। তবে এই ইচ্ছেপূরণ এই মুহূর্ত যে হচ্ছে তাও জেনে গিয়েছে সকলে।
- FB
- TW
- Linkdin
)
তবুও নিজেদের মন ভারনোর জন্য অনামিকা এবং শনের প্রোফাইলে উঁকি ঝুকি চলতে থাকে ভক্তদের।
কালো লিপস্টিক লাগিয়ে নিজের বোল্ড অবতার প্রকাশ্যে আনলেন অনামিকা।
কালো লিপস্টিক, উইংড আইলাইনার, সঙ্গে ফ্লোরাল পোশাক। এভাবেই অনামিকা নিজের বোল্ড অবতার প্রকাশ্যে আনলেন।
ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "সদ্বিবেচনা ও সংহতি সেই পৃথিবীতে নিয়ে চলো।"
"যেখানে আমি নিজের বাড়ি খুঁজে পাবো। যেখানে আমার চোখদুটো ক্লান্ত হবে না। "
"সেই জায়গাকে যেন আমি আপন করে নিতে পারি। যেখানে আমি নিজের প্রাচুর্য খুঁজে পাবো।"
অনামিকার রোম্যান্টিসিজমে মন ভরেছে সোশ্যাল মিডিয়া ইউজারদের। নেটদুনিয়ায় তেমন অ্যাক্টিভ নন অনামিকা।
তিন-পাঁচদিন অন্তর অন্তর পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। তাই দেখেই মন ভরে ভক্তদের।