গোলাপি নয়, Black Luscious Lips অনামিকার, 'হিয়া'র এই রূপ আগে দেখেছেন
| Published : Jan 15 2021, 06:20 PM IST / Updated: Jan 15 2021, 06:22 PM IST
গোলাপি নয়, Black Luscious Lips অনামিকার, 'হিয়া'র এই রূপ আগে দেখেছেন
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
তবুও নিজেদের মন ভারনোর জন্য অনামিকা এবং শনের প্রোফাইলে উঁকি ঝুকি চলতে থাকে ভক্তদের।
28
কালো লিপস্টিক লাগিয়ে নিজের বোল্ড অবতার প্রকাশ্যে আনলেন অনামিকা।
38
কালো লিপস্টিক, উইংড আইলাইনার, সঙ্গে ফ্লোরাল পোশাক। এভাবেই অনামিকা নিজের বোল্ড অবতার প্রকাশ্যে আনলেন।
48
ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "সদ্বিবেচনা ও সংহতি সেই পৃথিবীতে নিয়ে চলো।"
58
"যেখানে আমি নিজের বাড়ি খুঁজে পাবো। যেখানে আমার চোখদুটো ক্লান্ত হবে না। "
68
"সেই জায়গাকে যেন আমি আপন করে নিতে পারি। যেখানে আমি নিজের প্রাচুর্য খুঁজে পাবো।"
78
অনামিকার রোম্যান্টিসিজমে মন ভরেছে সোশ্যাল মিডিয়া ইউজারদের। নেটদুনিয়ায় তেমন অ্যাক্টিভ নন অনামিকা।
88
তিন-পাঁচদিন অন্তর অন্তর পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। তাই দেখেই মন ভরে ভক্তদের।