- Home
- Entertainment
- Bengali Cinema
- অপরাজিতার ভোলবদল, অতিরিক্ত মেদ ঝড়িয়ে ফিট অ্যান্ড ফাইন টলিউড অভিনেত্রী
অপরাজিতার ভোলবদল, অতিরিক্ত মেদ ঝড়িয়ে ফিট অ্যান্ড ফাইন টলিউড অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
ফ্যাট টু ফিট বলা চলে না অপরাজিতার এই পরিবর্তনকে। তিনি আগে যেমন ছিলেন তেমন স্টাইলই মেনটেন করছেন তবে রয়েছে ভিন্নতার ছোঁয়া।
অতিরিক্ত মেদ খানিক ঝড়িয়ে ফেলেছেন তিনি। যার জেরে চেহারায় এসেছে পরিবর্তন। মাস খানেক আগেও তাঁর এই পরিবর্তন নজরে পড়েনি।
লকডাউনে তিনি একাধিক শর্ট ফিল্ম বানিয়েছেন। ছবি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তাতেও তাঁকে তাঁর চেহারার এমন বদল ধরতে পারেনি দর্শকরা।
হঠাৎই রোগা হয়ে চমকে দিলেন অপরাজিতা। ফিট অ্যান্ড ফাইনের হওয়ার পথে এগিয়ে চলেছেন অভিনেত্রী। এই পথ ঠিক কতটা কঠিন ছিল, প্রশ্ন ভক্তদের।
কীভাবে রোগা হলেন, এত তাড়াতাড়িই বা কীকরে এই ট্রান্সফরমেশন সম্ভব হল, কী ধরণের শরীরচর্চা তিনি করেছেন কিংবা কেমন ডায়েটে ছিলেন।
এই রকমই প্রশ্ন করে চলেছে ভক্তরা। তবে ট্রান্সফরমেশন আগে ও পরে ভক্তদের ভালবাসা অপরাজিতার জন্য একই রকম রয়ে গিয়েছে এখনও।
তিনি যে কখনই সাইজ জিরো কিংবা স্টাউট চেহারায় বিশ্বাসী নন এবং অপরাজিতার এই বিষয়টি ভক্তমহলের অত্যন্ত পছন্দের। সাত পাঁচ না ভেবেই তিনি নিজের মত থাকতে পছন্দ করেন।
গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে থাকতে গেলেই যে চেহারা মেনটেন করতে হয় এই কথাটি ভুল প্রমাণ করেছেন তিনি। প্রতিভার জোরেই টিকতে হয় টলিউডে।