19

ব্যস্ততা কাটিয়ে এখন বিয়ের প্রস্তুতিতে মেতেছেন নীল ও তৃণা। জোর কদমে চলছে ব্যাচেলর থেকে ব্যাচেলারেট পার্টি।

29

তৃণা এবং নীলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই নজর সকল অনুরাগীদের। বিয়ের আগে রীতিমত রূপ ঠিকরে পড়ছে তৃণার।

39

তবে বছর কয়েক আগেও এই অবস্থা ছিল না তৃণার। বরং এই চেহারায় আসতে গিয়ে অনেক কাটখড় পোড়াতে হয়েছে অভিনেত্রীকে।

49

৭২ কেজি ওজন থেকে এখন তিনি লাস্যময়ী। বডিশেমিংকে কাটিয়ে  তৃণা বর্তমানে বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা। 

59

নেটদুনিয়ার সেনসেশন তিনি। তৃণার এই ফ্যাট টু ফিট-এর যাত্রা কেবল মহিলাদের কাছেই নয়য়, পুরুষদের কাছেও অনুপ্রেরণা।

69

'খোকাবাবু' ধারাবাহিকের অডিশন দিতে গিয়ে সটান রিজেকশন হ্যান্ডেল করতে হয়েছিল তাঁকে। শুনতে হয়েছিল "আগে ওজন কমিয়ে আসো, তারপর ভাবা যাবে।"

79

সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করেন অতিরিক্ত ফ্যাট ঝড়িয়ে ফিট হয়ে উঠবেন তিনি। কঠিন অধ্যাবসায়, জিমে গিয়ে, ফ্যাট জাতীয় খাবার বাদ দিয়ে হয়ে উঠলেন ডিভা। 

89

রাতারাতি এই বদল ঘটেনি তাঁর। যথেষ্ঠ খাটতে হয়েছে তাঁকে। এই চেহারায় আসতে গিয়ে তিনি যে কঠিন শরীরচর্চার মধ্যে ছিলেন তা সকলেরই জানা। 

99

তবে তৃণার শরীরচর্চা খানিক আলাদা। সব রকমের খাবার খেয়েই নিমেষের মধ্যে তা ঝড়িয়ে ফেলাই হল আসল সিক্রেট। ক্যালোরি ঝড়াতে হবে সঙ্গে সঙ্গেই তবে হয়ে উঠবেন তৃণার মত লাস্যময়ী।