- Home
- Entertainment
- Bengali Cinema
- ইসকনের রথের দড়িতে টান থেকে আরতি, নিখিল এখন অতীত, একাকী শুভেচ্ছা জানালেন 'Pregnant' নুসরত
ইসকনের রথের দড়িতে টান থেকে আরতি, নিখিল এখন অতীত, একাকী শুভেচ্ছা জানালেন 'Pregnant' নুসরত
- FB
- TW
- Linkdin
গত বছরেই ইসকনের উল্টো রথে অংশ নিয়েছিলেন সাংসদ অভিনেত্রী নুসরত। তবে তিনি একা নন পাশে ছিলেন স্বামী নিখিলও।
রথের দড়িতে টান দিয়েই ক্ষান্ত হননি বরং সমস্ত রীতি মেনে মন্ত্রোচ্চারণ করে আরতিও করেছিলেনঅভিনেত্রী। সকলের ট্রোল উপেক্ষা করেই বারেবারে বুঝিয়ে দিয়েছিলেন, 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।'
সবুজ রঙের সালোয়ার কামিজে পুরো বাঙালি বেশে সমস্ত আচার পালন করতে দেখা গেছিল নুসরতকে। যদিও এসব এখন অতীত। এবারের ছবিটা পুরো উল্টো।
বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেছে সম্পর্কের সমীকরণ। এবার আর নিখিলকে নিয়ে নয়, বরং একাই রথযাত্রার শুভেচ্ছা জানালেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
এসব পাল্টেছে সম্পর্কে রং। রথের দিন নিখিলের পাশে না থাকলেও অনুরাগীদের একাই শুভেচ্ছা জানালেন নুসরত জাহান।
এবারের ছবিটা পুরো উল্টো, বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেছে সম্পর্কের সমীকরণ। এবার আর নিখিলকে নিয়ে নয়, বরং একাই রথযাত্রার শুভেচ্ছা জানালেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
এবারের ছবিটা পুরো উল্টো, বছর ঘুরতে না ঘুরতেই বদলে গেছে সম্পর্কের সমীকরণ। এবার আর নিখিলকে নিয়ে নয়, বরং একাই রথযাত্রার শুভেচ্ছা জানালেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
রূপকথার বিয়ে থেকে বিচ্ছেদ নিখিল- নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আজও তুঙ্গে। দীর্ঘ সাত মাস ধরেই আলাদা থাকছেন নুসরত-নিখিল। গর্ভের সন্তানকে নিজের সন্তান বলে মানতে নারাজ নিখিল।
নেটদুনিয়ার হট সেনসেশন অন্তঃসত্ত্বা নুসরত জাহানের গর্ভের সন্তানের বাবা কে? এই নিয়ে এখন তর্জা চলছে।