রাজ চক্রবর্তীর হাতেই পরিচিতি পেলেন যে তারকা, তালিকায় রয়েছে কারা
অভিনয় জগতে পা রাখার স্বপ্ন বুকে নিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন রাজ চক্রবর্তী। থিয়েটার করলেও তাঁর অভিনেতা হওয়া হয়নি। ভাগ্য ক্রমে তিনি হয়ে উঠলেন পরিচালক। তাঁর হাত ধরেই অভিনয় জগতে আসার স্বপ্নপূরণ করলেন এক ঝাঁক তারকারা। সেই তালিকাতে রইলেন অনেকেই।
19

২০০৮ থেকে পরিচালনার কাজে হাত দিয়েছিলেন রাজ চক্রবর্তী। তার আগে পাঁচ বছর সহ পরিচালকের কাজ। কর্মজীবনে টলিউডে বহু প্রথম সারির তারকাদের নিয়ে এসেছিলেন রাজ চক্রবর্তী।
29
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ঃ চ্যালেঞ্চ ছবির আগে দুটি ছবিতে অভিনয় করলেও, চ্যালেঞ্জ ছবিই শুভশ্রীর প্রথম ছবি, যা তাঁকে পরিচিতি তৈরি করতে সাহায্য করেছিল।
39
মিমি চক্রবর্তীঃ বাপী বাড়ি যা ছবি দিয়ে বড় পর্দায় হাতেখড়ি হলেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন মিমি বোঝে না সে বোঝে না ছবির মধ্যে দিয়ে।
49
নুসরত জাহানঃ ২০১১ সালে শত্রু ছবির মধ্যে দিয়ে টলিউডে আত্ম প্রকাশ হয়েছিল নুসরতের।
59
প্রিয়াঙ্কা সরকারঃ চিরদিনই তুমি যে আমার ছবির মধ্যে দিয়ে ২০০৮ সালে টলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী।
69
কৌশানি মুখোপাধ্যায়ঃ কৌশানি মুখোপাধ্যায় পারব না আমি ছাড়তে তোকে ছবির মধ্যে দিয়ে ২০১৫ সালে টলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।
79
বনি সেনগুপ্তঃ ২০১৪ সালে বরবাদ ছবির মধ্যে দিয়ে টলিউডে আত্ম প্রকাশ করেছিলেন বনি।
89
অঙ্কুশ হাজরাঃ এর আগে ছবি করলেও কানামাছি ছবিই টলিউডে এক বিশেষ পরিচিতি তৈরি করে দিয়েছিল অঙ্কুশ।
99
রাহুল বন্দ্যোপাধ্যায়ঃ ২০০৮ সালে চিরদিনই তুমি যে আমার ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন রাহুল।
Latest Videos