দেবলীনা-গৌরবের দ্বিতীয় 'Honeymoon', ছবিতে ভাইরাল সেলেব দম্পতি
First Published Feb 19, 2021, 10:09 PM IST
দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায় টলিউডের অন্যতম হট জুটি। এখন দম্পতির তকমা নিয়ে তাঁরা একই রকম ভাবে নেটদুনিয়া কাঁপাচ্ছেন। লাভি ডাভি পোস্ট থেকে শুরু করে একসঙ্গে শরীরচর্চার পোস্ট। সবেতেই রয়েছে রোম্যান্সের ছোঁয়া। সেই রোম্যান্সের হাত ধরেই দেবলীনা-গৌরবের জুটি সেরারও সেরা। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা।

রাজকীয় বিয়ে চমকে চোখ ধাঁধিয়েছেন অসংখ্য ভক্তদের। নিত্যদিন তাঁদের বিভিন্ন আপডেট পাওয়ার অপেক্ষায় বসে থাকে সকলে।

বিয়ের পোস্ট হোক বা বিয়ের পরে ভ্যালেন্টইনস ডে সেলিব্রেশন, সমস্ত মুহূর্তই এখন তাঁদের সোশ্যাল মিডিয়ায়র পাতায় জ্বলজ্বল করছে।

সম্প্রতি বিলাসবহুল হোটেলের স্যুইমিং পুলের ধারে বসে ফোটোশ্যুটে মগ্ন হলেন সেলেব দম্পতি।

হট প্যান্ট এবং টাইট ট্যাঙ্কে সঙ্গে স্যোয়েটশার্ট জড়িয়ে পোজ দিয়ে বসে রয়েছেন দেবলীনা।

অন্যদিকে গৌরব নিজের 'রাণী রাসমণি'র সাজ পোশাকের ভোলবদল করে ক্যাজুয়ালে ধরা দিয়েছেন।

তাঁর টিশার্টেই গিয়েছে সকলের নজর। যেখানে বড় হরফে লেখা 'হাব্বি'। এটি হল হাজবেন্ডের একটি ট্রেন্ডি শব্দ।

ক্যানডিড শটে ধরা দিয়ে সেলেব দম্পতি ফের ভাইরাল হলেন সাইবারদুনিয়ায়। ছবিগুলি পোস্ট করেছেন দেবলীনা।

যেখানে রয়েছে তাঁদের একটি বিশেষ সেলফিও। ভ্যালেন্টাইস ডে-র সময় ছুটি কাটাতে এখানেই গিয়েছিলেন তাঁরা। সেই ভ্যাকেশন স্পটের অন্দরমহলের মুহূর্তগুলি তুলে ধরেছেন দেবলীনা।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?