- Home
- Entertainment
- Bengali Cinema
- দার্জিলিং থেকে সুদূরে দিতিপ্রিয়া, রাস্তার মাঝে একা একা কী করছেন 'রানি মা'
দার্জিলিং থেকে সুদূরে দিতিপ্রিয়া, রাস্তার মাঝে একা একা কী করছেন 'রানি মা'
বাংলা টেলিজগতে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম রাণী রাসমণি। গত তিন বছর ধরে টিআরপি তালিকায় প্রথম পাঁচ সেরা ধারাবাহিকের মধ্যে এই ধারাবাহিকটি নিজের জায়গা ধরে রেখেছে। ধারাবাহিকটির কাহিনির পাশাপাশি তা অনেকটাই সম্ভব হয়েছে প্রধান অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের জন্য। তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এই ধারাবাহিকের হাত ধরে। আজ তাঁকে দিতিপ্রিয়া কম, রাসমণি হিসেবেই চেনে একাধিক মানুষ।
| Dec 30 2020, 03:32 PM IST
- FB
- TW
- Linkdin
)
দিতিপ্রিয়ার জনপ্রিয়তা নিয়ে অবশ্যই কোনও দ্বিমত নেই। এই বয়সে এই জনপ্রিয়তা সাধারণত খুব কম সংখ্যক মানুষের পক্ষেই লাভ করা সম্ভব হয়।
Subscribe to get breaking news alerts
সেই তালিকায় জ্বলজ্বল করছে দিতিপ্রিয়ার নাম। সেই জনপ্রিয়তার জেরেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জমতে থাকে ভিড়।
তাঁর নিত্যদিনের আপডেট পেতেই সেখানে ভিড় জমায় সাধারণ মানুষ। তবে আপডেটের চেয়ে ঢের বেশি অ্যাস্থেটিক নিয়ে পোস্ট করেন।
এবার তিনি হাজির হলেন নেচার অ্যাস্থেটিক নিয়ে। দার্জিলিং থেকে খানিক দূরে তিনচুলায় ছুটে গিয়েছেন দিতিপ্রিয়া।
বয়েজ কাট চুলে সাইড সোয়েপ্ট ব্রাশ। চোখে কালো গ্লেয়ার্স। কালো টারটেল নেকের সঙ্গে সাদা জ্যাকেট।
ভ্রমণের স্ন্যাপের পাশাপাশি একেবারে উইন্টার ফ্যাশন নিয়েও হাজির হয়েছেন দিতিপ্রিয়া। কমফর্টেবল অথচ ট্রেন্ডি, এই ফ্যাশনেই বিশ্বাসী তিনি।
রাস্তার মাঝে সেলফি তুলে পোস্ট করেছেন দিতিপ্রিয়া। চারপাশে পাহাড়ি ঝোপঝাড়, দূরে দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি।
এমন পাহাড়ি পরিবেশে দিতিপ্রিয়ার মন মেজাজ একেবারে চাঙ্গা। আগামী দিনে তাঁর আরও ঘোরার ছবি পোস্টিংয়ের আশায় বসে ভক্তমহল।