'যার প্রয়োজন নেই তাকে জীবন থেকে বাদ দিয়ে দাও', হঠাৎ কেন এই মানসিকতা দিতিপ্রিয়ার
First Published Dec 23, 2020, 7:19 PM IST
বাংলা টেলিজগতে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম রাণী রাসমণি। গত তিন বছর ধরে টিআরপি তালিকায় প্রথম পাঁচ সেরা ধারাবাহিকের মধ্যে এই ধারাবাহিকটি নিজের জায়গা ধরে রেখেছে। ধারাবাহিকটির কাহিনির পাশাপাশি তা অনেকটাই সম্ভব হয়েছে প্রধান অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের জন্য। তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এই ধারাবাহিকের হাত ধরে। আজ তাঁকে দিতিপ্রিয়া কম, রাসমণি হিসেবেই চেনে একাধিক মানুষ।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন