মেদ ঝড়িয়ে পার্ফেক্ট ফ্রেমে হট এনা, কোমরের ভাঁজে চোখ আটকে নেটদুনিয়ার
এনা সাহা, টলিউডের নতুন মুখ হয়ে যখন পা রেখেছিলেন সিনে দুনিয়ায়, তখন একের পর এক পার্শ্বচরিত্রে জায়গা করে নিচ্ছিলেন। নজর কেড়েছিলেন একাধিকবার নিজের অভিনয় গুণে। মাঝে বেশ খানিকটা বিরতি। এরপরই অভিনেত্রী থেকে সোজা প্রযোজক হয়ে ওঠেন তিনি।
18

টলিউড ডিভা এনা সাহা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে তাঁর হটনেসের দাপটে।
28
সোশ্যাল মিডিয়ায় প্রথম থেকেই অ্যাক্টিভ এনা। নিত্য নতুন পোস্ট তিনি করে থাকেন ভক্তদের জন্যে।
38
এখন অধিকাংশ সময়টাই তিনি কাটিয়ে থাকেন দুবাইতে। সেখানেই একাধিক ফোটোশ্যুটে নজর কাড়ছে এই হট ডিভা।
48
বর্তমানে প্রযোজনার কাজে মন দিয়েছেন তিনি। এসওএস কলকাতা মুক্তির পরই তা সকলের নজরে আসে।
58
যদিও করোনার জেরে সেই ছবি খুব একটা সাফাল্যের মুখ দেখতে পায়নি। উল্টে বেজায় সমস্যায় পড়তে হয় এনাকে।
68
যার ফলে এই ছবি কোনও ওটিটি প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত এই ছবি দেওয়া যায়নি। যদিও এনা এখন নজর দিয়েছে মডেলিং-ই।
78
সে সাহারাই হোক বা দুবাইয়ের কোনও ওপের রিসর্ট, এনার লুক যেন নিমেশে ভাইরাল।
88
সম্প্রতি আবার গানের জগতে নাম লিখিয়েছে এনা। মুক্তি পেয়েছে তাঁর গলায় গান।
Latest Videos