- Home
- Entertainment
- Bengali Cinema
- 'হিয়ান'কে সরিয়ে দিলেই শুরু হবে বিপ্লব, 'বয়কট স্টার জলসা' রব উঠল সোশ্যাল মিডিয়ায়
'হিয়ান'কে সরিয়ে দিলেই শুরু হবে বিপ্লব, 'বয়কট স্টার জলসা' রব উঠল সোশ্যাল মিডিয়ায়
এখানে আকাশ নীল ধারাবাহিকে এতদিন ছিল টানটান উত্তেজনা। ডাক্তার উজান চট্টোপাধ্যায় এবং হিয়ার মিল হওয়ায় রে রে করে উঠেছে ডাক্তার ঝিনুক সেন। পজিটিভ চরিত্র থেকে নেগেটিভ চরিত্রে বদলে গিয়েছিল নিমেষে। হিয়ার এবং উজানের মিলনে বার বার বাধা আনাই এখন ঝিনুক সেনের প্রথম কাজ হয়ে দাড়ায়। হিয়া-উজানের প্রেমকাহিনি ঘুম কেড়েছে ঝিনুকের। সম্প্রতি ঝিনুক সেন চরিত্রটি বিদায় নিয়েছে এখানে আকাশ নীল থেকে। যার পর থেকেই ভক্তদের মধ্যে দুঃখের রেশ। ঝিনুক সেনের শেষ দৃশ্যে প্রমিতার অভিনয় মুগ্ধ করেছে দর্শমহলকে।
- FB
- TW
- Linkdin
এরই মধ্যে দিন কতক ধরেই খবরের শিরোনামে উঠে আসছে এখানে আকাশ নীল ধারাবাহিকটি শীঘ্রই বন্ধ হবে। যার কারণে ফুঁসছিল দর্শকমহল।
এই খবরটি প্রথমে ভুয়ো বলেই ভেবেছিল অনেকে। তবে এবারে পাকা খবর হিসাবেই শোনা যাচ্ছে বন্ধু হতে চলেছে টেলিভিশন জনপ্রিয় ধারাবাহিক।
ইতিমধ্যেই ক্রোধে, দুঃখে প্রাণ দেওয়ার হুমকি দিয়ে ফেলছে একাংশ নেটিজেন। ঝিনুক সেনের মৃত্যুর পর তাদের আশা ছিল হিয়া-উজানের প্রেমালাপ দেখতে পাবে।
তবে তেমনটা আর হচ্ছে না বলেই আত্মহত্যার করার হুমকি দিচ্ছে ভক্তরা। উজান হিয়াকে যেভাবে হোক রাখতেই হবে সিরিয়ালে। সিরিয়ালটি বন্ধ করলে চলবে না।
একাধিক নেটিজেনের মতে, ঝিনুক সেন চরিত্রটির প্রতি ক্ষোভ বাড়ছিল সকলের। অভিনেত্রী প্রমিতাকে নেটদুনিয়ায় হুমকিও পেতে হয় যার জেরে তিনি আইনি ব্যবস্থা নেন।
ঝিনুক সেনের প্রতি বাড়তে থাকা রাগের কারণেই এই চরিত্রটিকে মেরে ফেলতে বাধ্য হয়েছে নির্মাতারা। প্রমিতা এর আগেও স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বধূবরণে কাজ করেছেন।
এবার নেটিজেনের দাবি, প্রমিতা এই চ্যানেলের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত। তাঁকে বাধ্য হয়ে বাদ দিতে হয়েছে বলেই গোটা সিরিয়ালটাই বন্ধু করে দিচ্ছে নির্মাতারা।
তবে এমন সাংঘাতিক টিআরপি আনা, টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটিকে কেন বন্ধ করে দেবে চ্যানেল। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রতিবাদের ঝড়।
সাইবারবাসীদের একটাই কথা, কোনওক্রমেই তাঁরা এই ধারাবাহিক বন্ধ হতে দেবে না। এবার চ্যানেলের বিরুদ্ধে শুরু হল প্রতিবাদ। বয়কট স্টার জলসা রব উঠেছে চারিদিকে।
প্রতিটি ধারাবাহিকের প্রোমোর ভিডিওতে গিয়ে প্রত্যেক নেটিজেনের একই কথ। বন্ধ করা চলবে না এখানে আকাশ নীল। নয়তো তারা বয়কট করবে এই চ্যানেল এবং দেখা বন্ধ করবে এই চ্যানেলের অন্যান্য ধারাবাহিক।