- Home
- Entertainment
- Bengali Cinema
- Carefree হয়েই 'তোমায়' খুঁজে পেলাম, সমুদ্রসৈকতে কার সঙ্গে রোম্যান্সে মজলেন মিমি
Carefree হয়েই 'তোমায়' খুঁজে পেলাম, সমুদ্রসৈকতে কার সঙ্গে রোম্যান্সে মজলেন মিমি
- FB
- TW
- Linkdin
তবে অবশেষে হয়তো নিজের বিশেষ একজনকে খুঁজে পেলেন মিমি। সেই কথাই নিজেই জানালেন তিনি।
সমুদ্রসৈকতে হটনেসের মাত্রা ছাড়ালেন অভিনেত্রী। সেই হটনেসে কাবু হয়েছে তাঁর অনুরাগীরা।
কাফতান পরে ঘন বাদামি চুলে বোলাচ্ছেন হাত। রোদচশমা চোখে দিয়েই ক্যামেরার সঙ্গে চলল মিমির চরম ফ্লার্টিং।
একটি বুমেব়্যাং ভিডিও করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে সাদা কাফতানে ও হালকা মেকআপে দেখা গিয়েছে মিমিকে।
ভিডিওর ক্যাপশনে চোখ উঠেছে কপালে। লেখা, 'নির্ঝঞ্জাটের মধ্যে তোমায় খুঁজে পেলাম।'
তবে কি সেই বিশেষ একজনের খোঁজ পেয়েই গেলেন মিমি। তার সঙ্গে সমুদ্রসৈকতে ঘুরে বেড়াচ্ছেন মিমি।
নাকি কেবল আবহাওয়ার সঙ্গে মেল খাইয়ে ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী। প্রশ্ন থেকেই যাচ্ছে ভক্তদের মনে।
মিমির ব্যক্তিগত জীবনে কে রয়েছেন তা জানার অপেক্ষায় রয়েছে সকলে। তবে মিমি মুখে কুলুপ এঁটেছেন বহুদিন আগে থেকেই।