- Home
- Entertainment
- Bengali Cinema
- করোনার ভ্যাকসিনের আগেই মীর আনলেন 'ভাল থাকার ভ্যাকসিন', আসছে 'মীরাক্কেল'
করোনার ভ্যাকসিনের আগেই মীর আনলেন 'ভাল থাকার ভ্যাকসিন', আসছে 'মীরাক্কেল'
স্ট্যান্ডআপ কমেডির যুগ এখন। যত দিন যাচ্ছে ততই যেন স্ট্যান্ডআপ কমেডিয়ানদের নাম উঠে আসছে সফলতার তালিকায়। তবে এই স্ট্যান্ডআপ কমেডি বহু বছর আগে থেকেই ট্রেন্ডে রেখেছিলেন মীর আফসর আলির কমেডি অনুষ্ঠান মীরাক্কেল। সাধারণ ছেলে-মেয়েদের গতে বাঁধা কেরিয়ার অপশন থেকে সরিয়ে আনতে সাহস যুগিয়েছিল এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানই দীর্ঘ চার বছর পর ফিরছে টেলিভিশনের পর্দায়।

কমেডির মাস্টার মীর আসছেন নিজের ব্যান্ড ব্যান্ডেজকে নিয়ে ফের সকলের মন প্রাণ হাসিতে ভরিয়ে দিতে।
এবারে সম্পূর্ণ আলাদা রূপেই হবে মীরাক্কেল। তবে সাধারণ ছেলে-মেয়েদের সুযোগ পাওয়ার জায়গা থাকছে একই রকম।
প্রতিযোগীদের তালিকায় থাকছেন একজন গ্রামের তাঁতি, ছোট শহরের একজন অটো রিক্সার মালিক।
এই অটো রিক্সার মালিক নিজের চাকরি ছেড়ে দেন মীরাক্কেল-এ অংশগ্রহণ করার জন্য।
প্রতি বছরের মতই এই বছরও প্রতিযোগীরা বিভিন্ন স্বপ্ন নিয়ে আসছেন এই অনুষ্ঠানে।
গত চার বছর মীরাক্কেল-এর দেখা মেলেনি টেলিভিশনের পর্দায়। অবশেষে মীরাক্কেল প্রেমীদের সুখের দিন।
মীরাক্কেল সিজন ১০-এ থাকছে বিচারকের আসনেও চমক। সায়ন্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম, কাঞ্চন মল্লিক এবং বিশ্বনাথ থাকছেন বিচারকের আসনে।
আগের মতই সেরা পারফর্মাররা পাবেন স্মাইলি পাবেন বিচারকের দেখে। এবারে অনুষ্ঠানের ট্যাগলাইনের সঙ্গে রয়েছে করোনার সম্পর্ক।
ট্যাগলাইন হল 'ভাল থাকার ভ্যাকসিন'। গত কয়েক মাস ধরে পরিস্থিতির চাপে মানুষের মন ভারাক্রান্ত। এবার সকলের মুখে হাসি ফোঁটাবে 'মীরাক্কেল'।