নুসরতকে ভুলে মনীষার দিকেই কি ঝুঁকলেন নিখিল, কে এই Hot মডেল
স্ত্রী নুসরত জাহানের সঙ্গে সম্পর্কের তিক্ততা এখনও একই রকম। বরং বেড়েই চলেছে। এরই মধ্যে নুসরতের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ার দুঃখ তাড়া করে বেড়াচ্ছিল নিখিলকে। তবে এখন খানিক নিজেকে সামলে নিয়েছেন নিখিল। এগিয়ে চলেছেন নিজের পথে। বন্ধু বান্ধব, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকার চেষ্টায় রয়েছেন তিনি। এক মডেলের সঙ্গে নিখিলের ঘনিষ্ঠতা নজর কাড়ল সকলের।
18

২০১৮ সালের ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন এই মডেল। যার ছবি নিজের স্টোরিতে শেয়ার করে চলেছেন নিখিল।
28
মনীষা সেন হল সেই মহিলার পরিচয়। যার রূপে ইতিমধ্যেই মুগ্ধ সাইবারবাসী। তবে কি নিখিলও এরই রূপে মুগ্ধ হলেন।
38
মনীষা সেনের সঙ্গে সেলেব্রিটি ম্যানেজার তথা স্টাইলিস্ট সন্দীপের সঙ্গে ক্যানডিড ছবি ভাইরাল হয়েছে।
48
কালো পোশাকে রয়েছে মনীষা। সন্দীপকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে সে। ক্যানডিড ছাড়াও আরও এক ছবি তুলেছে মনীষা।
58
সেই দুটি ছবি নিজের ইনস্টা স্টোরিতে কেন পোস্ট করলেন নিখিল। উঠছে প্রশ্ন।
68
মনীষা কি নিখিলের বান্ধবী, নাকি ঘনিষ্ঠমহলের কেউ। নাকি এই মডেলের দিকে মন ঝুঁকেছে নিখিলের।
78
সবটাই এখন ধোয়াশার মধ্যেই রয়েছে। নুসরত, নিখিলের দু'জনের জীবনই এখন ধোয়াশার মতই।
88
কার বিষয় কোনও সঠিক খবর পাওয়া যাচ্ছে না। এমনকি তাঁরাও সম্পর্কের তিক্ততা নিয়ে মুখ খুলতে রাজি নন।
Latest Videos