নুসরতকে ভুলে মনীষার দিকেই কি ঝুঁকলেন নিখিল, কে এই Hot মডেল
| Published : Feb 08 2021, 04:47 PM IST
নুসরতকে ভুলে মনীষার দিকেই কি ঝুঁকলেন নিখিল, কে এই Hot মডেল
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
২০১৮ সালের ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ছিলেন এই মডেল। যার ছবি নিজের স্টোরিতে শেয়ার করে চলেছেন নিখিল।
28
মনীষা সেন হল সেই মহিলার পরিচয়। যার রূপে ইতিমধ্যেই মুগ্ধ সাইবারবাসী। তবে কি নিখিলও এরই রূপে মুগ্ধ হলেন।
38
মনীষা সেনের সঙ্গে সেলেব্রিটি ম্যানেজার তথা স্টাইলিস্ট সন্দীপের সঙ্গে ক্যানডিড ছবি ভাইরাল হয়েছে।
48
কালো পোশাকে রয়েছে মনীষা। সন্দীপকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে সে। ক্যানডিড ছাড়াও আরও এক ছবি তুলেছে মনীষা।
58
সেই দুটি ছবি নিজের ইনস্টা স্টোরিতে কেন পোস্ট করলেন নিখিল। উঠছে প্রশ্ন।
68
মনীষা কি নিখিলের বান্ধবী, নাকি ঘনিষ্ঠমহলের কেউ। নাকি এই মডেলের দিকে মন ঝুঁকেছে নিখিলের।
78
সবটাই এখন ধোয়াশার মধ্যেই রয়েছে। নুসরত, নিখিলের দু'জনের জীবনই এখন ধোয়াশার মতই।
88
কার বিষয় কোনও সঠিক খবর পাওয়া যাচ্ছে না। এমনকি তাঁরাও সম্পর্কের তিক্ততা নিয়ে মুখ খুলতে রাজি নন।