- Home
- Entertainment
- Bengali Cinema
- বিয়ের আগে প্রি-হানিমুনে মলদ্বীপে গিয়ে Covid-19 পজিটিভ ঐন্দ্রিলা, রিপোর্ট নেগেটিভ অঙ্কুশের
বিয়ের আগে প্রি-হানিমুনে মলদ্বীপে গিয়ে Covid-19 পজিটিভ ঐন্দ্রিলা, রিপোর্ট নেগেটিভ অঙ্কুশের
- FB
- TW
- Linkdin
বিয়ের আগেই প্রি-হানিমুন সারতে সুদূর মলদ্বীপে উড়ে গেছেন টলিপাড়ার লাভবার্ডস অঙ্কুশ -ঐন্দ্রিলা। নীল জলরাশির মধ্যে প্রেমিকাকে কাছে টেনে ঘনিষ্ঠ আলিঙ্গন, প্রতিটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিয়ের আগেই প্রি-হানিমুন সারতে সুদূর মলদ্বীপে উড়ে গেছেন টলিপাড়ার লাভবার্ডস অঙ্কুশ -ঐন্দ্রিলা। নীল জলরাশির মধ্যে প্রেমিকাকে কাছে টেনে ঘনিষ্ঠ আলিঙ্গন, প্রতিটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
মলদ্বীপে গিয়ে উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়েছেন ফাগুন বউ-এর ঐন্দ্রিলা। তবে হবু বর এখন সুস্থ রয়েছেন। ঐন্দ্রিলা পজিটিভ হলেও রিপোর্ট নেগেটিভ অঙ্কুশের।
উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়ে প্রথমসারির সংবাদমাধ্যমকে ঐন্দ্রিলা জানিয়েছেন, এবছরের জন্মদিনটা এমন হবে তা ভাবতেই পারছেন না নায়িকা। জন্মদিনের আগে কলকাতা ফিরতে না পেরে হতাশ অভিনেত্রী।
অভিনেত্রী আরও জানিয়েছেন, ২৭ মার্চ কলকাতা ফেরার কথা ছিল অঙ্কুশ-ঐন্দ্রিলার। সেইমতো ২৬ মার্চ কোভেডি টেস্ট করা। কারণ ফ্লাইটে উঠার আগে এটা বাধ্যতামূলক।
করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ঐন্দ্রিলার। অন্যদিকে রিপোর্ট নেগেটিভ অঙ্কুশের।
উপসর্গহীন করোনায় আক্রান্ত হয়ে এখনও বিশ্বাসই করতে পারছেন না নায়িকা। না কোনও উপসর্গ না কোনও ক্লান্তি, শুধু রিপোর্টটাই পজিটিভ।
রিপোর্টে গন্ডগোল আছে বলেই মনে করছেন ঐন্দ্রিলা। সন্দেহের সুরে নিজেই সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন।
বর্তমানে মলদ্বীপের এক রিসর্টেই রয়েছেন ঐন্দ্রিলা। তবে করোনা পজিটিভ হওয়ার কারণে আগামী ১২-১৩ এপ্রিল পর্যন্ত মলদ্বীপেই থাকতে হবে অভিনেত্রীকে। রিপোর্ট নেগেটিভ হলেই দেশে ফেরার ছাড়পত্র পাবেন অঙ্কুশ।
আইসোলেশনে থাকাকালীন প্রেমিকার জন্য ছোটখাটো বার্থ ডে সেলিব্রেশনের আয়োজন করেছেন অঙ্কুশ। বর্তমানে করোনায় আক্রান্ত হবু বউ-এর পাশে রয়েছেন অঙ্কুশ।
আইসোলেশনে থাকাকালীন প্রেমিকার জন্য ছোটখাটো বার্থ ডে সেলিব্রেশনের আয়োজন করেছেন অঙ্কুশ। বর্তমানে করোনায় আক্রান্ত হবু বউ-এর পাশে রয়েছেন অঙ্কুশ।