- Home
- Entertainment
- Bengali Cinema
- একসঙ্গে পাশাপাশি বসে খেলেন আইবুড়োভাত, সমাজের Taboo ভেঙে নজির গড়লেন মিমি-ওম
একসঙ্গে পাশাপাশি বসে খেলেন আইবুড়োভাত, সমাজের Taboo ভেঙে নজির গড়লেন মিমি-ওম
- FB
- TW
- Linkdin
নতুন বছরের প্রথম দিনই রেজিস্ট্রি বিয়ের সুখবরটি দিয়ে ফেলেন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে।
এবার শুরু হল তাঁদের আইবুড়োভাত পর্ব। প্রথম পর্ব সেরেই এবার দ্বিতীয়বার আইবুড়োভাত সেরে ফেললেন ওম এবং মিমি।
একসঙ্গে বসেই আইবুড়োভাত পেলেন তাঁরা। পাশাপাশি বসে ওম এবং মিমি। ডেনিম জ্যাকেট ও সাদা টিশার্টে দেখা গেল ওমকে।
গোলাপী রঙের শাড়িতে মিমি। এখন তাঁরা অফিসিয়ালি স্বামী-স্ত্রী হলেও সামাজিক বিয়ে এখনও হওয়া বাকি।
সেই কারণেই সেরে নিচ্ছেন আইবুড়োভাত। থালায় ভর্তি করে ভাত, পাঁচ রকমের ভাজা সাজিয়ে দেওয়া হয়েছে।
পাশে রাখা হয়েছে মাংস, মাছ, চাটনি, দই, মিষ্টি। প্রদীপ জ্বলছে সামনে। কাঁসার থালাতে, মাটিতে বসেই নিলেন আইবুড়োভাত।
বহু বছরের সম্পর্ক মিমি দত্ত এবং ওম সাহানির। ২০২১-এর প্রথমদিনেই সেরে ফেললেন শুভ কাজ। কাগজে কলমে এখন তাঁরা বৈধভাবে স্বামী স্ত্রী।
রেজিস্ট্রি বিয়ে সেরে শেয়ার করছিলেন ছবি। করোনা আবহকে মাথায় রেখেই, ছোটখাটো জলসার আয়োজন করেছিলেন মিস্টার এবং মিসেস সাহানি।
ডাবল স্টেকের কেক কেটে রেজিস্ট্রি ম্যারেজের পর্ব সারেন তাঁরা। ছিমছাম সাজগোজেই দেখা গিয়েছে তাঁদের। বেনারসি, সোনার গয়নায় সেজে উঠেছিলেন মিমি।
অন্যদিকে নীল রঙের পাঞ্জাবিতে দেখা গিয়েছে ওমকে। দু'জনেই নিজেদের বিয়ের ছবি শেয়ার করে লেখেন, "এ যেন রূপকথার মত। ২০২০-র মত বছরেও আমাদের ভালবাসা সাহস জুগিয়েছে।"
বিয়ে পর্ব সেরেই পেক অফ লাভও শেয়ার করেছেন তাঁরা। যেখানে পাহাড়ি ব্যাকড্রপের হোটেলের ঘরে চুম্বনে লিপ্ত ওম ও মিমি। একই ছবি শেয়ার হয়েছে দু'জনের প্রোফাইল থেকে।