- Home
- Entertainment
- Bengali Cinema
- গায়ে জ্বর, দিদি নম্বর ১ শ্যুটিং ফ্লোর থেকে ছুটি নিলেন রচনা, করোনা টিকা ঘিরে জল্পনা তুঙ্গে
গায়ে জ্বর, দিদি নম্বর ১ শ্যুটিং ফ্লোর থেকে ছুটি নিলেন রচনা, করোনা টিকা ঘিরে জল্পনা তুঙ্গে
- FB
- TW
- Linkdin
বাংলার ঘরে ঘরে বিকেলে ড্রইং রুমে সকলের প্রিয় অনুষ্ঠান দিদি নম্বর ১। এই রিয়ালিটি শো-এর কেন্দ্রেই থাকেন রচনা।
রচনা বন্দ্যোপাধ্যায়, বলিউড-টলিউড কাঁপিয়ে এখন ঝড় তুলছেন ড্রইং রুমে।
দীর্ঘ দিন ধরে চলতে থাকা এই রিয়ালিটি শো-এ মানুষ মন খুলে কথা বলে প্রিয় রচনার সঙ্গে।
উঠে আসে অনেক না বলা কথা, স্ট্রাগেল থেকে শুরু করে জয়ের ইতিহাস। তবে এই রিয়ালিটি শো-এর সেট থেকেই ছুটি নিলেন রচনা।
গায়ে রয়েছে জ্বর। পাশাপাশি বমি বমি ভাব রয়েছে শরীরে। কী হল রচনার, খবর প্রকাশ্যে আসা মাত্রই উদ্বেগ ছড়ায়।
না, চিন্তার কোনও বিষয় নয়, উল্টে করোনা থেকে বাঁচতে এবার টিকা নিলেন রচনা। তবে সেই ছবি প্রকাশ্যে আসতেই উঠল প্রশ্ন।
এখনও হয়নি রচনার ৬০ বছর, বর্তমানে সকলকে দেওয়া হচ্ছে না এই টিকা। শুধু মাত্র যাঁদের ভোটের কাজ ও জরুরী ব্যবস্থার সঙ্গে যুক্ত রাখা হয়েছে, তাঁরা পাচ্ছেন।
সঙ্গে পাচ্ছেন প্রবীনরা। সরকারি বেসরকারি দুই জায়গা থেকেই মিলছে এই ভ্যাকসিন। তবে কেন রচনা পেলেন, তা এখনও স্পষ্ট নয়।
যদিও অনেককেই বর্তমানে ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে। সেই ছবি প্রকাশ্যেও আসছে। আর সেই ভ্যাকসিন নেওয়ার ফলেই শরীর খানিকটা খারাপ।
তাই দুটো দিন শ্যুটিং ফ্লোর থেকে ছুটি নিলেন তিনি। সেই খবর জানালেন নেট দুনিয়ায়।