- Home
- Entertainment
- Bengali Cinema
- KIFF-র অন্তিম দিন, চাঁদের হাট নিয়ে হাজির রাজ চক্রবর্তী, রইল একাধিক ঝলক
KIFF-র অন্তিম দিন, চাঁদের হাট নিয়ে হাজির রাজ চক্রবর্তী, রইল একাধিক ঝলক
| Published : Jan 15 2021, 09:19 PM IST
KIFF-র অন্তিম দিন, চাঁদের হাট নিয়ে হাজির রাজ চক্রবর্তী, রইল একাধিক ঝলক
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
অন্যান্য বছরের চেয়ে এই বছর লোকসংখ্যা কম হলেও অনুষ্ঠানের গুণগত মান একেবারেই কমে যায়নি।
28
এক কথা দিয়েছিলেন রাজ। এই বছরও সমস্ত দিক দিয়েই বিনোদনপ্রেমীরা একই রকম চলচ্চিত্র উৎসবের ছোঁয়া পেলেন, জানালেন রাজ।
38
২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপারসন হলেন রাজ চক্রবর্তী।
48
উদ্বোধনী অনুষ্ঠান থেকে অন্তিম দিন, সবের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় তুলে ধরেছেনন তিনি।
58
২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিত্যদিন উপস্থিত ছিল একঝাঁক তারকা।
68
এবারও অন্তিম দিনে রাজের সঙ্গে দেখা গেল অঙ্কুশ হাজরা, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্যকে।
78
কলকাতা চলচ্চিত্র উৎসবে যেন চাঁদের হাট। উপস্থিত হয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, স্ত্রী রফিয়ত রশিদ মিথিলা এবং মেয়ে আয়রা।
88
দেখা গেল অনুপম রায় সহ অনেককেই। অন্তিম দিনেই একাধিক তারকাদের নিয়েই কাটল বিনোদনের সন্ধে।