বাংলা টেলিজগতে ফের বিয়ের সানাই, ব্যাচেলারেট পার্টিতে ছড়াল সন্দীপ্তার হটনেস
First Published Jan 6, 2021, 4:16 PM IST
টলিউড থেকে বাংলা টেলিজগৎ, চারিদিকেই বিয়ের সানাই। একের পর এক সেলেব দম্পতিরা বাঁধা পড়ছেন বিয়ের বন্ধনে। অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী, দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়। মাস খানেক পর বিয়ে হতে চলেছে টেলিদুনিয়ার জনপ্রিয় জুটি তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যের। রেজিস্ট্রি ম্যারেজ সেরে ফেলেছেন মিমি দত্ত এবং ওম সাহানি। সব মিলিয়ে এখন বিয়ের মরশুমে মেতেছে টলিউড ও বাংলা টেলি জগৎ। আরও এক সেলেব জুটি বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন