করোনার থাবা পড়েছে পরিচালক সৃজিতের জীবনে, কী প্রতিক্রিয়া মিথিলার
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে গোটা বিশ্বব্যাপী। আতঙ্কের অপর নামই করো ভাইরাস। প্রত্যেকেই রীতিমতো ভয়ে ভীত হয়ে রয়েছেন। ভারতে করোনার আগমন যেন সেই ভয়কে আরও অনেকগুণ বাড়িয়ে তুলেছে। প্রত্যেকেই এই করোনা নিয়ে সচেতনতা অবলম্বন করছেন। করোনা আতঙ্ক গ্রাস করেছে টলিউডকেও। তবে শুধু টলিউড নয়, বলিউডেও এর প্রকোপ পরেছে। আর এবার করোনার থাবা পড়েছে পরিচালক সৃজিত মুখার্জির জীবনে। যার জেরে জেরবার পরিচালক।
110

পরিচালকের ব্যক্তিগত জীবনকে গ্রাস করল এই মারণ রোগ করোনা।
210
করেনার জেরেই আপাতত দেখা বন্ধ হয়েছে সৃজিত- মিথিলার।
310
কারণ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ভিসা বাতিল করা হয়েছে। যার ফলে ভারতে আসা সম্ভব হচ্ছে না মিথিলার।
410
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সেই মন খারাপের ইঙ্গিত দিয়েছেন মিথিলা নিজেই।
510
নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে 'বীরজারা' সিনেমার গানের লাইন লিখেই তিনি দুঃখপ্রকাশ করেছেন।
610
তারা দুজনের মাঝখানে যে করোনাই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে তাও জানিয়েছেন ওপার বাংলার সুন্দরী।
710
ভিসা বাতিল হওয়ার খবর শোনার পর থেকে ভেঙে পড়েছেন মিথিলা। কবে আবার তাদের দেখা হবে সেই সিদ্ধান্ত করোনাই নিতে পারে বলে জানিয়েছেন অভিনেত্রী।
810
কয়েকদিন আগেই কলকাতায় বিয়ের রিসেপশন পার্টির পর নিজের দেশে ফিরে গেছেন মিথিলা।
910
তার এর পোস্টের নীচে অনেকেই কমেন্ট করেছেন।
1010
অন্যদিকে আগামী ছবি কাকাবাবুর প্রত্যাবর্তন নিয়ে আফ্রিকাতে শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন সৃজিত।
Latest Videos