- Home
- Entertainment
- Bengali Cinema
- রবীন্দ্র জয়ন্তীতে রাজচন্দ্র-রাসমণীর বিশেষ উদ্যোগে, লকডাউনে ভিন্ন ধারায় মন ভরল রবিপ্রেমীদের
রবীন্দ্র জয়ন্তীতে রাজচন্দ্র-রাসমণীর বিশেষ উদ্যোগে, লকডাউনে ভিন্ন ধারায় মন ভরল রবিপ্রেমীদের
- FB
- TW
- Linkdin
করুনাময়ী রাণী রাসমণী ধারাবাহিকের দুই মূল অভিনেতা অভিনেত্রী। গাজি আবদুন নূর এবং দিতিপ্রিয়ার বিশেষ উদ্যোগ বেজায় খুশি দর্শকমহল।
রাজচন্দ্রের এবং রাণী রাসমণীকে ধারাবাহিকে আর দেখা না গেলেও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ফের তাঁদের দেখা পেল দর্শকরা। ফেসবুক লাইভে ছিলেন নূর।
গাজি আবদুন নূর গান বাজনা নিয়ে নিয়মিত চর্চা করেন। তাই এই ফেসবুক লাইভে রবীন্দ্রসঙ্গীত, তাঁর সৃষ্টি দিয়েও দর্শকদের মন ভরালেন অভিনেতা।
এবং অন্যদিকে দিতিপ্রিয়ার ছেলেবেলায় অভিনয় করা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের কিছু স্মৃতি ভেসে উঠল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে।
কবিগুরুর ছোটগল্প অথিতি তৈরি হয়েছিল ওয়েবে দুনিয়ার আদলে। সেখানে দিতিপ্রিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন হিন্দি টেলিভিশনে জনপ্রিয় অভিনেতা রোহম শাহ।
অন্যদিকে দেখা গিয়েছে অভিনেত্রী উষসী রায়কে একটি সুন্দর ক্যানডিড শট শেয়ার করতে। যেখানে তিনি কবিগুরুর ছবির সামনে রাবিন্দ্রিক সাজে বসে রয়েছেন।
সঞ্চয়িতার একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য কবিগুরুকে প্রণাম জানিয়েছেন।
অপরাজিতা আঢ্য এবং প্রিয়াঙ্কা ভট্টাচার্যের অন্যধারার উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী পেল এক অন্য স্বাদ।
অভিনেত্রী স্বস্তিকা দত্ত নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা। কেমন করে কাটে আমার এমন বাদল বেলা।"
দর্শনা বনিক নিজের ছবি ল্যাবরেটরির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে।