বিনোদনে বড় ধ্বস ২০২০, তারই মাঝে ঝড় তুলছে যে ১০ বাংলা ছবি
First Published Dec 17, 2020, 1:21 PM IST
২০২০, এক অদ্ভুত বছর। প্রথম দুটি মাসই যা কুড়িয়ে পাওয়া ষোলো আলা। মার্চ মাস থেকেই নেমে এলো করোনার কালো ছায়া। একে একে বন্ধ হয়ে গেলে গোটা বিশ্বের দরজা। আর সবার আগে কোপ পড়ল বিনোদন জগতে। সিনেমাহল থেকেই শরু হয়েছিল বন্ধ হওয়ার পালা। তারই মাঝে যে ১০ ছবি স্মৃতিতে রয়ে গেল-

ড্রাকুলা স্যার- অনির্বাণ ও মিমি জুটির এক অনবদ্য ছবি ড্রাকুলার স্যার। সমাজের বুকে চাবুক মারার মত এক চিত্রনাট্য, যা মুহূর্তে ঝড় তোলে সাধারণের মনে। মানুষকে কোণঠাঁসা করে তোলাটা যে কতটা ভয়াবহ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে এই ছবি।

অসুর- ২০২০-তে প্রথম মুক্তি পাওয়া বাংলা ছবি অসুর। জিৎ আমির নুসরত অভিনীত এই ছবি ঝড় তুলেছিল টলিউডে। বন্ধুত্ব ও প্রেমের মাঝে থাকা এক অনবদ্য গল্প।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন