বাগদান থেকে বৌভাত, শুভশ্রীর বিয়ের ফ্যাশন টিপস আজও সেরা
- FB
- TW
- Linkdin
শুভশ্রীর নিজের বাগদান থেকে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠানে যে ধরণের ফ্যাশনের খেল দেখিয়েছেন সেখান থেকেই টিপস নিয়ে ফেলেছে তাঁর অসংখ্য ভক্তরা।
প্রথমেই আসা যাক বাগদান পর্বে। তিনি বাগদানে সম্পূর্ণ গ্লিটার বেছে নিয়েছিলেন। কোল্ড শোল্ডারের চলি দিয়ে গ্লিটারি লেহেঙ্গা আজও চোখে লেগে আছে মহিলা ভক্তদের।
তার সঙ্গে গয়না গাটি বলতে কেবল মাংটিকা। অন্যদিকে কয়েক মাস পরে নিজের বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠানে বিভিন্ন সাজে দেখা যায় তাঁকে।
গায়ে হলুদে হলুদ রঙের লেহেঙ্গা। যা গরমের সময় সহজেই বেছে নিচে পারেন যেকোনও কনে।
তার সঙ্গে সুন্দর করে তৈরি ফুলের গয়না। সাদা এবং হলুদ লেহেঙ্গার সঙ্গে ফুলের গয়না বেশ মানানাসই।
লেহেঙ্গার ওরনাটাও শুভশ্রী নিয়েছেন বেশ অন্যরকম ভাবে। বিয়ের হাজারও কাজের মধ্যে তাঁর ফ্যাশন ছিল টপ নচ।
এছাড়া শুভশ্রীর যে লুকটি সকলের খুব পছন্দ হয়েছে তা হল ঘিয়ে রঙের শাড়ি এবং লাল ব্লাউজ।
ঘিয়ে রঙের শাড়ি আটপৌঢ়ে ভাবে পরা, তার সঙ্গে লাল রঙের লম্বা হাতার ব্লাউজ।
গয়নার দিক থেকে বেছে নিয়েছেন পুরনো দিনের বাঙালির ট্রাডিশনাল গয়না।
এখন যাকে আমরা চোকার বলি তেমনই একটি হারের সঙ্গে লম্বা ছাতি অবধি একটি সরু হার পরেছিলেন।
বিয়ের দিনের সাজ অবশ্য একেবারে অন্যরকম। লাল টুকটুকে বেনারসি শাড়ি, ভারী গয়না, মেকআপ মানানসই।
তারপর বৌভাতের লুকেও রয়েছে ভিন্নতার ছোঁয়া। ফুল স্লিভ চোলির সঙ্গে হালকা বাদামি রঙের লেহেঙ্গা, সঙ্গে শুধু একজোরা ভারী দুল।
প্রত্যেক অনুষ্ঠানের জন্য পারফেক্ট পোশাক এবং সাজগোজের টিপস অবশ্যই শুভশ্রীর থেকেই নেওয়া উচিত।
অতিরিক্ত মেরআপ নয়, অতিরিক্ত সাজ নয়। যে দিনের জন্য যেমন পোশাক এবং মেকআপ প্রয়োজন ততটাই করেছিলেন অভিনেত্রী।