Topless হয়ে হিরোর সঙ্গে স্বস্তিকার ঘনিষ্ঠতা, ছবির প্রয়োজনে অভিনয় করতে গিয়েই সমালোচনার শিকার হন অভিনেত্রী
First Published Jan 12, 2021, 1:00 PM IST
স্বস্তিকা মুখোপাধ্যায় যেন সাহসিকতার আরও এক নাম। কিছু বলতে বা করতে, নিজের দৃষ্টিভঙ্গি জনসমক্ষে রাখতে কখনই পিছপা হন না তিনি। বরং ট্রোলিং, ব্যাশিং, সমালোচনা, নিন্দার কথা বিন্দুমাত্র চিন্তা না করেই সাহসের সহিত নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন। টলিউড ইন্ডাস্ট্রিতে নানা রকম বিস্ফোরক মন্তব্য করে কোণঠাসা হয়েছেন ঠিকই, তবে কখনই ভয়েতে পিছিয়ে যাননি। একাধিক অভিনেতা, অভিনেত্রীদের মত পাল্লা যেদিকে ভারী সেদিকে ছুটে যাননি স্বস্তিকা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন