'আর কতদিন আমার থেকে পালিয়ে বেড়াবে', নুসরত-নিখিল-যশ Love Triangle-এ বিস্ফোরণ অভিনেতার পোস্টে
First Published Jan 9, 2021, 7:23 PM IST
টলিউড জুড়ে যেমন বিয়ের খবরে ভরে গিয়েছিল তেমনই বিবাহবিচ্ছেদেও ভরেছে সোশ্যাল মিডিয়া। একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসছে একাধিক তারকাদের বিবাহে ভাঙনের খবর। নুসরত জাহান ও নিখিল জৈনের সম্পর্কে হঠাৎই চিড়। কী হল টলিউডের মোস্ট হট সেলেব দম্পতির। সূত্রের খবর, মাঝে এসে পড়েছেন যশ দাশগুপ্ত। রাজস্থানে চুপিসারে নুসরতের সঙ্গেই গিয়েছিলেন যশ। সেই থেকেই নুসরত ও যশকে নিয়ে জল্পনা তুঙ্গে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন