MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bollywood
  • মাতৃ দিবসে রইল সেরা অনস্ক্রিন দশজন বলিউড মায়েদের কথা, দেখে নিন এক ঝলকে

মাতৃ দিবসে রইল সেরা অনস্ক্রিন দশজন বলিউড মায়েদের কথা, দেখে নিন এক ঝলকে

ইতিহাস বলছে, আনা জার্ভিস নামে এক আমেরিকান মহিলা তাঁর প্রয়াত মাকে সম্মান জানাতে গির্জার সামনে উপাসনা করেছিলেন। সেই থেকেই মাতৃ দিবস পালিত হচ্ছে বলে জানা যায়। তারপর ১৯২৪ সালে প্রেসিডেন্ট উড্রো উইলসন দিনটিকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেন। এর একে একে সারা বিশ্বের বিভিন্ন দেশে মাতৃ দিবস পালিত হতে থাকে। একজন শিশুকে জন্ম দেওয়া, তাতে লালন পালন করা থেকে তার চলার পথ দেখানো- মায়ের জীবনের রয়েছে বিস্তর দায়িত্ব। একজন মায়ের ত্যাগই বাচ্চার ভবিষ্যত সুন্দর করে। আজ পালিত হচ্ছে সেই মায়ের দিন। মাতৃ দিবসে রইল সেরা অনস্ক্রিন দশজন মায়েদের কথা, দেখে নিন এক ঝলকে কারা সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন মা ও সন্তানের সম্পর্কের রসায়ন। 

3 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : May 08 2022, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

অচলা সচদেব- ওয়াক্ত ছবিতে একজন হতভাগ্য মায়ের চরিত্র অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন অচলা সচদেব। তাঁর অভিনয়ের প্রশংসা করেনি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায় ছিল। সন্তান হারা মায়ের কষ্ট কেউ যে ছবির পর্দায় এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে, তা কারও কল্পনার বাইরে ছিল। এর পর একাধিক ছবিতে তিনি মা ও নানির চরিত্রে অভিনয় করেছেন। এই তালিকায় রয়েছেন আরজু, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কভি খুশি কভি গম। 

210

নিরুপা রায়- ৭০ থেকে ৮০-র দশকে একাধিক ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি এক দশকের বেশি সময় ধরে অমিতাভ বচ্চনের রিল লাউফে মায়ের চরিত্র অভিনয় করেছে। তিনি তাঁর অভিনীত চরিত্রের জন্য একাধিক সম্মানও পেয়েছেন। নিজের অভিনয় দক্ষতা বলে তিনি সেরা বলিউড মমের খেতাব জিতেছিলেন। 

310

লীলা মিশ্র- বলিউডের আরও এর সেরা মা হলেন লীলা মিশ্র। শোলে ছবিতে মৌসিজি চরিত্রে তিনি সকলের নজর কেড়েছিলেন সকলের। শোলে চাড়াও প্রেম, মেহবুবা, নদীয়া কে পার, বাটন বাট মে এবং গীত গাতা চল ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত সব কয়টি চরিত্র আজও স্মরণীয় হয়ে আছে দর্শক মনে। নিজের অভিন দক্ষতা বলেই বলিউডের সেরা মায়েদের তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। 

410

নূতন- ভারতীয় চলচ্চিত্রের আরও এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন নূতন। তিনি ১৯৯১ সালে শেষ নিঃশ্বাস ত্যাহ করেন। তাঁর কেরিয়ারে ৫টি ফিল্ম ফেয়ার পুরষ্কার পেয়েছিলেন তিনি।বলিউডের ব্লকবাস্টার ছবি সুভাষ ঘাইয়ের মেরি জং এবং কর্মা-তে তিনি মায়ের চরিত্রে অভিনয় করেন। কেরিয়ার শুরু করেছিলেন একজন নায়িকা হিসেবে। কিন্তু, কেয়িরারে শেষের দিকে বহু ছবিতে মায়ের চরিত্রে কাজ করেন। 

510

ওয়াহিদা রহমান- রঙ দে বসন্তী ছবিতে মায়ের ভূমিকায় দেখা গিয়েছেল ওয়াহিদা রহমানকে। ৫০ ও ৬০-এর দশকে তিনি প্রধান নায়িকার চরিত্রে বহু ছবিতে কাজ করেছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নিজের অভিনীত চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। ওয়াহিদা রহমান একাধিক চরিত্রে মায়ের চরিত্রে অভিনয় করেছেন। এই তালিকায় রয়েছে একাধিক হিট ছবি। 

610

ফরিদা জালাল- বলিউডের সেরা মায়েদের তালিকায় যে আছেন ফরিদা জালাল তা আ বলার অপেক্ষা রাখে না। কুছ কুছ হোতা হ্যায়, দুলহনিয়া লে যায়েঙ্গে থেকে কভি খুশ কভি গম একাধিক হিট ছবিতে তাঁকে মা, বুয়া কিংবা দাদির চরিত্রে দেখা গিয়েছে। সিনেমা ছাড়া ছোট পর্দাতেও তিনি মায়ের চরিত্র অভিনয় করেছেন।

710

জয়া বচ্চন- জয়া বচ্চন অভিনীত মায়ের চরিত্রের কথা উঠলে সবার আগে মনে পড়ে কভি খুশি কভি গম ছবির কথা। ছেলে ও মায়ের সম্পর্কের রসায়ন তিনি যেভাবে ফুটিয়ে তুলেছিলেন তা প্রশংসিত হয়েছিল সর্বত্র। তাঁর অভিনীত এমন চরিত্র রয়েছে একাধিক। যা সবই প্রশংসিত হয়েছে বক্স অফিসে। আর পেয়েছেন বলিউডের সেরা মায়ের খেতাব। 

810

রত্না পাঠক শা- থিয়েটারের মঞ্চ হোক কিংবা সিনেমার পর্দা, রতনা পাঠক শা-এর অভিনয় সব সময়ই নাড়া দিয়ে থাকে দর্শকদের। জানে তু ইয়া জানে না ছবিতে ইমরান খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া, বলিউডে একাধিক ছবিতের মায়ের ভূমিকায় রত্না পাঠক শা-এর নজর কাড়া অভিনয় সকলকে চমক দিয়েছে।  

910

দিনা পাঠক- বলিউডের আরও এক সেরা মা হলে দিনা পাঠক। গুজরাতি ও হিন্দি ফিল্ম ইন্ডাস্টির তিনি একজন সেরা প্রবীণ অভিনেত্রী। মা হিসেবে বহু ছবিতে কাজ করেছেন। এই তালিয়ার রয়েছে খুবসুরাত, গোল মাস. কোশিশ, উমারও জান, মির্চ মশালা-সহ একাধিক ছবি। তাঁর অভিনীত চরিত্রে তিনি ছেলে ও মায়ের রসায়ন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। 

1010

সুলোচনা লটকার- বলিউডের আরও এক সেরা মা হলে সুলোচনা লটকার। ৭- ও ৮০-র দশকে তিনি একাধিক ছবিতে মায়ের ভুমিকায় অভিনয় করেছেন। মজবুর, মুকাদ্দার কা সিকান্দার, আশা এবং জনি মেরা নাম -এর মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল সকলের। তিনি সে সময় লাভ করেছিলেন সেরা বলিউড মম-এর খেতাব। সন্তানের সঙ্গে মায়ের সম্পর্কের রসায়ন তিনি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন।   

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
'আপনার চেয়ে বেশি পক্ষপাতদুষ্ট মানুষ দেখিনি...' এআর রহমানকে কেন এমন বললেন কঙ্গনা?
Recommended image2
মার্দানি ৩ ট্রেলার মুক্তির পর মহিলা পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রানির, কী বললেন?
Recommended image3
ধুরন্ধর ২-এ ফিরছেন অক্ষয় খান্না! মারা গিয়েও দ্বিতীয় পর্বে কীভাবে ফিরছেন 'রহমান বালোচ'?
Recommended image4
অন্ধকার জগতের কাহিনি নিয়ে আসছে ভূমির এই নতুন সিরিজ, মুক্তি পেল 'Daldal'-র টিজার
Recommended image5
জন্মদিনে বড় চমক, মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখছেন নীল নিতিন মুকেশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved