- Home
- Entertainment
- Bollywood
- এক যোগে সাত প্রযোজনা সংস্থা বাতিল করেছিল সুশান্তকে, চারমাস আগেই দেওয়ালে ঠেকেছিল পিঠ
এক যোগে সাত প্রযোজনা সংস্থা বাতিল করেছিল সুশান্তকে, চারমাস আগেই দেওয়ালে ঠেকেছিল পিঠ
- FB
- TW
- Linkdin
কাই পো চে থেকে শুরু করে কেদারনাথ, ছিঁছোড়ে, ধোনী, একের পর এক ছবিতে অনিজের অভিনয়গুণ তুলে ধরেছিলেন সুশান্ত সিং রাজপুত।
তবুও কোথাও যেন আক্ষেপ ছিল তাঁর, বলিউড তাঁকে নিজের করে নিতে নারাজ। একাধিক ব্যক্তিকে এমনই বলে থাকতেন সুশান্ত।
লড়াই করতে পাড়ছিলেন না পরিস্থিতির সঙ্গে, মৃত্যুর পর একের পর এক কাছের মানুষদের বয়ান ক্রমেই ভাইরাল। রামলীলা থেকে শুরু করে বেফিকরে, পর পর দুই ছবি হাত থেকে চলে যায় রণবীর সিং-এর কাছে।
প্রতিবাদ করেছিলেন সুশান্ত, তাঁকে শান্ত করতে জানানো হয়েছিল, বড় ছবি আসছে তোমাকে দেওয়া হবে। তেমনটা ঘটলেও বিবাদ বাঁধে ছবির মুক্তি ঘিরে। এক বড় প্রযোজনা সংস্থার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুশান্ত।
ছবি ডিজিটাল মিডিয়ায় মুক্তি পাওয়া নিয়ে দেখা দেয় সমস্যা। এরপরই সুশান্তের সঙ্গে চুক্তি ভঙ্গ করে সেই সংস্থা।
ছিঁছোড়ে ছবি যখন সুশান্ত শ্যুট করছেন তখন তাঁর হাতে একের পর এক বড় ছবি। কিন্তু প্রযোজকের সঙ্গে বচসাই হয়ে ওঠে কাল। ফেব্রুয়ারী মাসে সামনে আসে সাত বড় সংস্থা সুশান্তকে ব্যান করেছে।
যে তালিকাতে ছিল ইয়স রাজ ফিল্ম থেকে শুরু করে ধর্মা, বালাজি, প্রভৃতির নাম। একযোগে সকলেই সুশান্তের পাশ থেকে সরে গিয়েছিল। ছোট পর্দা থেকে উঠে এসেছিলেন সুশান্ত, সেখানেই ফিরে যাওয়া ছাড়া আর কোনও উপায় ঠিল না তাঁর।
কিন্তু সুশান্ত তা চাননি কখনই। প্রথম থেকেই তাঁর লক্ষ্যে ছিল বড়পর্দা। শাহরুখ খানের ফ্যান এই তারকা স্বপ্ন দেখেছিলেন বিহারে বসে রাজ করলেন বলিউডে, কিন্তু সাফল্যের আগেই বিমুখ বলিউড।
সুশান্তের আত্মঘাতী হওয়ার পর চারমাস আগের সেই ঘটনা আরও একবার ফিরে এল নেটদুনিয়ায়। বলিউড কোণ ঠাঁসা করেছিল সুশান্তকে, তাই কী এই পথ বাঁছতে হল অভিনেতাকে...
প্রমাণ সরূপ সামনে আসে তাঁর একের পর এক পোস্ট, সকলকে অনুরোধ করতেন সুশান্ত, তাঁর কোনও গড ফাদার নেই, দর্শকেরাই তাঁর জন্য সব, তাঁর ছবি যেন বেশি বেশি করে দেখেন সকলে, নয়তো বলিউড তাঁকে ছুঁড়ে ফেলে দেবে।
সুশান্তের মৃত্যুর পর এবার কাঠ গোড়ায় বলিউড। সুশান্তের হয়ে মুখ খুলেছেন খোদ কঙ্গনা রানওয়াত। ফাঁস করেছেন বলিউডের একাধিক অন্দরমহলের কথা। যা আকারে ইঙ্গিতে বোঝায়, সুশান্তের মানসিক অবসাদের পেছনে সঠিক কারণ কী!