বিয়ের ১৫ বছর, ছেলে মেয়েকে সঙ্গে করেই কি দ্বিতীয় হানিমুনে আমির-কিরণ
First Published Dec 26, 2020, 2:35 PM IST
দেখতে দেখতে কেটে ১৫ টা বছর। হাতে হাত রেখে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে চলেছেন আমির খান, কিরণ রাও। আগামী ২৮ ডিসেম্বর বিয়ের পনেরো বছর সম্পন্ন করতে চলেছেন আমির খান এবং কিরণ। করোনা আবহেও বিয়ের পনেরো বছর সম্পন্ন করার উপলক্ষেই শহরের বাইরে ছুটি কাটাতে চললেন আমির এবং কিরণ। অবশ্য এবারে কেবল তাঁরা দু'জনেই নন, রয়েছে ছেলে মেয়েও। সেই ছবি ভাইরাল হল নেটদুনিয়ায়।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন