- Home
- Entertainment
- Bollywood
- অভিষেককে জব্দ করতে ভয়ঙ্কর চক্রান্ত করেন ঐশ্বর্য ও জয়া, গুরুতর অভিযোগ জুনিয়র বচ্চনের
অভিষেককে জব্দ করতে ভয়ঙ্কর চক্রান্ত করেন ঐশ্বর্য ও জয়া, গুরুতর অভিযোগ জুনিয়র বচ্চনের
- FB
- TW
- Linkdin
১৯৯৭ সালে প্রথম দেখা হয় দুজনের। বলি অভিনেতা ববি দেওলই তাকে প্রথম আলাপ করিয়ে দিয়েছিল ঐশ্বর্যর সঙ্গে। ২০০০ সালে 'ঢাই অকসর প্রেম কি' ছবিতে তাদের প্রথম বন্ধুত্ব শুরু হয়। তারপরই 'কিউ হো গ্যায়া না' ছবির সময় থেকেই তাদের নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।
'গুরু' সিনেমাতেই তাদের প্রেম যেন আরও জমে ওঠে। এবং ছবি সুপারহিট হবার পরই ২০০৭ সালে বিয়ে করেন এই সুপারহিট জুঁটি। বর্তমানে তাদের ৯ বছরের একটি ছোট্ট মেয়ে রয়েছে। যার নাম আরাধ্যা।
বি-টাউনে প্রথমসারির তারকা দম্পতি জুটি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। বিয়ের এত বছর পার হয়ে গেলেও তাদের সম্পর্ক যেন অটুট।
বচ্চন পরিবারের বন্ডিংয়ের কথা প্রায় সকলেরই জানা। শ্বশুর এবং শাশুড়ির নয়নের মণি ঐশ্বর্য রাই বচ্চন। নিজেদের ফ্যামিলি বন্ডিংয়ের কথা প্রায়শই বলে থাকেন অভিষেক বচ্চন।
সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, অভিষেককে জব্দ করার জন্যই নাকি তার বিরুদ্ধে চক্রান্ত করেন শাশুড়ি-বৌমা। স্ত্রী ও মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন বিগ বি পুত্র অভিষেক বচ্চন।
অভিষেক জানিয়েছিলেন, মা ও স্ত্রী মাঝেমধ্যেই তার বিরুদ্ধে চক্রান্ত করে। এবং সেই চক্রান্তের হাতিয়ার হল বাংলা ভাষা।
জুনিয়র বচ্চন আরও জানিয়েছেন, মা এবং অ্যাশ আমার বিরুদ্ধে চক্রান্ত করে অনর্গল বাংলা ভাষায় কথা বলতে থাকে। মা যেমন বাংলা ভাল বলতে পারে তেমন ঐশ্বর্য ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের সুবাদে বাংলা ভাষা শিখেছে।
যখনই আমার বিরুদ্ধে কোনও চক্রান্ত হয় তখনই ওরা বাংলা ভাষায় কথা বলতে শুরু করে দেয়। তবে আমি বাংলা অল্প বুঝতে পারলেও বলতে পারি না জানিয়েছেন অভিষেক বচ্চন।
বাংলা বলতে না পারলেও ঋতুপর্ণ ঘোষের অন্তরমহল ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ পুত্র অভিষেক বচ্চন।