- Home
- Entertainment
- Bollywood
- সুশান্তের মৃত্যুতে চুপ কেন 'খান ব্রাদার্স' , সম্পত্তির বৈধতা জানতে ইডি-র তদন্ত চান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
সুশান্তের মৃত্যুতে চুপ কেন 'খান ব্রাদার্স' , সম্পত্তির বৈধতা জানতে ইডি-র তদন্ত চান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
- FB
- TW
- Linkdin
১৪ জুন বলিউডের সেই কালো দিন। সত্যিই কি মানসিক চাপ থেকেই আত্মহত্যা নাকি পরিকল্পনা মাফিক খুন? এই নিয়ে সকলের মনে দানা বেঁধেছে হাজারো রহস্য। আজও তার মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেনি গোটা দেশ।
সম্প্রতি নিজের টুইটারে একের পর এক ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মাণ্যম স্বামী।
সুশান্তের মৃত্যুতে যেখানে তোলপাড় হয়েছে গোটা বিশ্ব সেখানে কীভাবে চুপ করে রয়েছে শাহরুখ-সলমন আমিররা। সম্প্রতি সেই নিয়ে টুইটে একাধিক প্রশ্ন তুলেছেন সুব্রহ্মাণ্যম স্বামী।
বিজেপির রাজ্যসভার সাংসদ জানিয়েছেন খান ভাইদের যে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছ, তার বৈধতা এবার খতিয়ে দেখা হোক।
শুধু তাই নয়, ইডি, আইটি, সিবিআই-কে দিয়েও যেন সেই সম্পত্তির তদন্ত করানো হয়। এমনটাই দাবি করেছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, এই তিন খানের যে দুবাইয়ে সম্পত্তি রয়েছে, তা যেন বিশেষ করে তদন্ত করা হয়। কীভাবে এত সম্পত্তির মালিকানা হলেন তারা, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
তাদের বাংলো কারা উপহার দিয়েছেন, আর যদিও বা নিজেরা কিনে থাকেন, তা কীভাবেই বা কিনেছেন, তাও যেন ভাল করে খতিয়ে দেখা হয়। তারা কি আইনের উর্ধ্বে নাকি, এই প্রশ্নও তুলেছেন তিনি।
সুশান্তের মৃত্যুর ঘটনায় বলিউডের প্রভাবশালীরা কীভাবে এত চুপ করে রইলেন, সেই নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ।
এমনকী সুশান্তের এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত সম্ভব কি না, তা খতিয়ে দেখতে তিনি নিজে আইনজীবী নিয়োগ করেছেন।