গর্ভাবস্থার ভরা মাসেও ট্রেডমিলে হেঁটে ঘাম ঝরাচ্ছেন অনুষ্কা, জিমের বুমেরাং ভিডিও শেয়ার 'মম টু বি'র
First Published Jan 5, 2021, 10:28 AM IST
আর মাত্র কয়েকদিন। তারপরেই বিরুষ্কার জীবনে আসতে চলেছে নতুন অতিথি। বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা এখন লাইমলাইটে। অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মার এবার দিন গোনার পালা। চলতি মাসেই আসতে চলেছে বিরুষ্কার সন্তান। এই সময়টায় খুবই সচেতন থাকাটা জরুরি। অন্তঃসত্ত্বা কালীনও নিজেকে ফিট রাখতে জোর কদমে চলছে শরীরচর্চা। ডাক্তারের পরামর্শ মেনেই জিমে গিয়ে ট্রেডমিলে হাঁটছেন সুপারকিউট 'মম টু বি'।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন