বাসন মাজার পর ঝাঁটা হাতে ক্যাটরিনা, নেটপাড়ায় ভাইরাল হল ছবি
| Published : Mar 27 2020, 11:05 AM IST / Updated: Mar 27 2020, 11:07 AM IST
বাসন মাজার পর ঝাঁটা হাতে ক্যাটরিনা, নেটপাড়ায় ভাইরাল হল ছবি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
111
করোনার কারণে বিপর্যস্ত জনজীবন। ২১ দিনের লকডাউনে প্রত্যেকেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন।
211
সেলফ কোয়ারেন্টাইনে কেমন কাটছে সেলেবদের দিন তা প্রতিনিয়তই পোস্ট করছেন সেলেবরা।
311
কয়েকদিন আগে বাসন মাজার ভিডিও পোস্ট করেছিলেন ক্যাটরিনা কাইফ।
411
রান্নাঘরে জল নষ্ট না করে কীভাবে বাসন মাজা যায় সেই টিপসই শেয়ার করেছিলেন সকলের সঙ্গে।
511
বাসন মাজার পর হাতে ঝাড়ু নিয়ে নিজের ঘর পরিস্কারের ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী
611
মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
711
কিছুদিন আগে বাড়িতেই ওয়ার্কআউটের ভিডিও শেয়ার করেছিলেন ক্যাটরিনা।
811
ক্যামেরার ওপারে রয়েছেন তার বেনা ইসাবেল কাইফ।
911
সবাইকে নিজের কাজ ভাগ করে নিতে হবে বলে জানিয়েছেন ক্যাট।
1011
ভিডিও দেখা মাত্রই জোয়া আখতার কমেন্টে জানিয়েছেন, লকডাউন উঠে গেলে তুমি এসে আমার কাপবোর্ড পরিস্কার করে দিতে পারবে।
1111
তবে শুধু জোয়াই নন, ক্যাটের সঙ্গে খুনসুটিতে মজেছেন বলি তারকারাও।