ঐশ্বর্য আসলে কুৎসিত, সবই প্লাস্টিক সার্জারির জাদু, বিশ্বসুন্দরীকে নিয়ে বেফাঁস মন্তব্য, ফেসেছিলেন যে তারকারা
First Published Jan 4, 2021, 2:34 PM IST
মিস ওয়ার্ল্ডের তকমা পেয়েই বলিউড ও দক্ষিণী ছবির একের পর এক প্রস্তাবে ভরে গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনের জীবন। বলিউড এবং দক্ষিণী ছবিতে প্রায় একসঙ্গেই কাজ করা শুরু করেন তিনি। তাঁর সৌন্দর্যের বহরে মন্ত্রমুগ্ধ হয়েছিল দেশবাসী। সেই রূপের জেরেই আজও তাঁর ভক্তসংখ্যা অগণিত। বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই তবুও তাঁর দিক থেকে যেন চোখ ফেরানো যায় না। যেখানে এই বিশ্বসুন্দরীর নীল চোখে সকলেই প্রাণপাত করেছে সেখানে বলিউডের দুই তারকা তাঁকে প্রায় কুৎসিত বলে দাবি করেছিল।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন