- Home
- Entertainment
- Bollywood
- ঐশ্বর্য আসলে কুৎসিত, সবই প্লাস্টিক সার্জারির জাদু, বিশ্বসুন্দরীকে নিয়ে বেফাঁস মন্তব্য, ফেসেছিলেন যে তারকারা
ঐশ্বর্য আসলে কুৎসিত, সবই প্লাস্টিক সার্জারির জাদু, বিশ্বসুন্দরীকে নিয়ে বেফাঁস মন্তব্য, ফেসেছিলেন যে তারকারা
- FB
- TW
- Linkdin
কফি উইথ করণ অনুষ্ঠানে একাধিক তারকাই বেফাঁস মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন। তেমনই একবার বিপাকে পড়েছিলেন ইমরান হাশমি।
এক উত্তর দেওয়ার ব়্যাপিড ফ্যায়ার রাউন্ডে ইমরানের কাছে ঐশ্বর্য রাই বচ্চন নামটি যেতেই, এক কথায় তিনি বলেছিলেন 'প্লাস্টিক'।
এই মন্তব্যে কেবল ঐশ্বর্যের ভক্তরাই নয়, ক্ষোভ উগরে দিয়েছিল বচ্চন পরিবারও। কোনও সাক্ষাৎকারে এর জবাব অবশ্য দেয়নি বচ্চন পরিবারের কেউ।
তবে সূত্রের খবর অনুযায়ী ইমরানের উপর বচ্চন পরিবার এতটাই চাপ ফেলে যে তাঁকে পরবর্তীকালে ক্ষমা চাইতে হয়।
করণ জোহারকেও বচ্চন পরিবারের তরফ থেকে চাপ দেওয়া হয়েছিল যাতে ইমরান হাশমিকে আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো হয়।
এমনই মন্তব্য করেছিলেন বিবেক ওবেরয়ও। ঐশ্বর্যের প্রাক্তন প্রেমিক হিসেবে অভিনেত্রীর প্রতি যথেষ্ট ক্ষোভ পুষে রেখেছিলেন মনে।
একটি সেলেব্রিটি চ্যাট শো-এ এসে তিনি বলে ফেলেন ইন্ডাস্ট্রিতে অনেকেই রয়েছে যাদের মন, শরীর, চেহারা সবই প্লাস্টিকের তৈরি।
ঐশ্বর্যের নাম না নিয়েই এ কথা বলেন তিনি। পরবর্তীকালে তাঁকেও ক্ষমা চাইতে হয় পিআর-এর মাধ্যমে।
ঐশ্বর্যের প্লাস্টিক সার্জারি নিয়ে নানা মুণির নানা মত। কারও কথা, তিনি নিজের নাক সোজা করেছেন, কারও মতে তিনি নিজের যৌবন ধরে রাখার জন্য এখনও শরীরও মুখের নানা জায়গায় সার্জারি করান।
সোনম কাপুরও কফি উইথ করণে এসে বলেছিলেন, ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রীরা প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়ে সুন্দর হয়েছেন।
তাঁদের দাহ করা হলে ছাইয়ের সঙ্গে প্লাস্টিক বেরিয়ে আসবে। নেটিজেনদের মতে সোনমের এই মন্তব্য ছিল ঐশ্বর্য, প্রিয়াঙ্কা চোপড়াকে তাক করে।