- Home
- Entertainment
- Bollywood
- ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে অভিনয় করেই আইনি নোটিশ, চরম বিতর্কের মুখে পড়েছিলেন ঐশ্বর্য
ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্যে অভিনয় করেই আইনি নোটিশ, চরম বিতর্কের মুখে পড়েছিলেন ঐশ্বর্য
- FB
- TW
- Linkdin
'ধুম ২' ঐশ্বর্যর জীবনে বহুলচর্চিত একটি ছবি। যেই ছবির জন্য সবসময়েই লাইমলাইটে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন।
একদিকে অভিষেকের সঙ্গে বাগদান হয়ে গিয়েছে আর সেই সময়েই বলি অভিনেতা হৃত্বিকের রোশনের সঙ্গে লিপ লকের দৃশ্য মারাত্মক ভাবে ভাইরাল হয়েছিল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঐশ্বর্যর একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে ঐশ্বর্য নিজে জানিয়েছেন, চুম্বনের দৃশ্য করার পরই তিনি মারাত্মক প্যাঁচে আটকে পড়েছিলেন। শুধু তাই নয়, বচ্চন পরিবারও তার এই দৃশ্যটি মেনে নিতে পারেন নি।
বরাবরই নিজেকে বিতর্ক থেকে দূরে রাখতে চেয়েছিলেন। কিন্তু শেষমেষ তা আর পারেননি প্রাক্তন মিস ইন্ডিয়া। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কারণে তাকে আইনি নোটিশও পেতে হয়েছিল।
২০০৬ সালে 'ধুম ২' ছবিতে হৃত্বিকের বিপরীতে লিপ লক সাড়া বিশ্বে যেন ভাইরাল হয়েছিল। ঐশ্বর্য নিজেও ভাবেননি এই দৃশ্যের জন্য তাকে এতটা সমালোচনার মুখে পড়তে হবে।
একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বর্য নিজে জানিয়েছিলেন ঘনিষ্ঠ দৃশ্যের জন্য তাকে কীসের মুখোমুখি হতে হয়েছিল।
একসময়ে শারীরিক ঘনিষ্ঠ দৃশ্যে তিনি স্বাচ্ছন্দ ছিলেন না বলে হলিউডের বহু স্ক্রিপ্ট তিনি ছেড়ে দিয়েছিলেন।
তিনি নিজেও জানিতে দর্শকরা তাকে এই চরিত্রে দেখতে অতটাও স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাই হলিউডে না গিয়ে বলিউডে তিনি এই দৃশ্যে অভিনয় করেছিল। আর তাতেই তিনি দর্শকদের প্রতিক্রিয়া পেয়ে গেছিলেন
এই বিশেষ দৃশ্যে অভিনয় করেই আইনী নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য। যেখানে কেন তিনি এটা করলেন, তিনি অনেক মেয়েদের কাছেই আইকন, তাকে এই চরিত্রে মানায় না, এমন লেখাও পেয়েছিলেন ঐশ্বর্য।
সূত্র থেকে আরও জানা গেছে, এই চুম্বন দৃশ্যে অভিনয়ের পর থেকেই হৃত্বিকের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন অভিষেক বচ্চন। এমনকী এই দৃশ্যটি সিনেমা থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল, যদিও তা সফল হয়নি।