- Home
- Entertainment
- Bollywood
- হলিউড নায়কের সঙ্গে ঘনিষ্ঠায় মজে ঐশ্বর্য, বিষয়টি ভাল ভাবে নেয়নি নায়িকার ভারতীয় ভক্তরা
হলিউড নায়কের সঙ্গে ঘনিষ্ঠায় মজে ঐশ্বর্য, বিষয়টি ভাল ভাবে নেয়নি নায়িকার ভারতীয় ভক্তরা
- FB
- TW
- Linkdin
সেই সময় বলিউডে তিনি প্রথম সাড়ির অভিনেত্রীদের মধ্যে একজন। অন্যদিকে হলিউডেও পুরো দমে কাজ করে চলেছেন।
২০০৫ সালে মুক্তি পায় 'দ্য মিস্ট্রেস অফ স্পাইসেস'। চিত্রা বন্দ্যোপাধ্যায় বিদাকরুণীর উপন্যাস মিস্ট্রেস অফ স্পাইসেসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিলে এই ছবি।
ঐশ্বর্য ছিলেন এক প্রবাসী ভারতীয় টিলোর ভূমিকায়। তাঁর বিপরীতে ছিলেন হলিউড অভিনেতা ডিলেনম্যাকডরমেট।
তাঁর সঙ্গে ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য থাকায় রীতিমত ক্ষেপে উঠেছিল একাংশ ভারতীয় দর্শকরা।
নিজের পছন্দের অভিনেত্রীকে এক হলিউড অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে মেনে নিতে পারেনি কোনও কারণে। এবং সেই নিয়ে প্রতিবাদ করেছিল তারা।
এখন হলিউডে প্রিয়ঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকোনও কাজ করছেন। তাঁদেরও হলিউড অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে।
তা নিয়ে যদিও তেমন হাহাকার পড়েনি সিনেদুনিয়ায়। সিনেপ্রেমীরা বরং কোয়ান্টিকোর প্রিয়ঙ্কার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে প্রশংসাই করেছেন।
তবে ঐশ্বর্যের এই ছবিতে স্টিমি দৃশ্য একেবারেই ভাল ভাবে নেয়নি ভারতীয় দর্শকরা।
এখন এবং তখনকার সময়ের মধ্যে ও মানসিকতার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সেই পার্থক্যের জেরেই হয়তো ঐশ্বর্যকে তাঁর কিছু ভক্তরাই এই ঘনিষ্ঠ দৃশ্যের জন্য ভালমন্দ শুনিয়েছিলেন।
যদিও ঐশ্বর্য সেসবে তেমন কোনও পাত্তা না দিয়েই নিজের মত ছবি করে গিয়েছেন। কারণ বিনোদনের জগতে কাজ করলে সবটাই পেশার মধ্যেই পড়ছে। আজ অবশ্য সেসব বিতর্ক ভুলে ভক্তরা আজও ঐশ্বর্যকে সমান ভালবাসা ও শ্রদ্ধা দিয়ে চলেছে।