- Home
- Entertainment
- Bollywood
- ঐশ্বর্যর ৭৫ লক্ষের সোনার শাড়িকে কি টেক্কা দিতে পারল দীপিকা-অনুষ্কার হেভিওয়েট লেহেঙ্গা, দাম কত জানেন
ঐশ্বর্যর ৭৫ লক্ষের সোনার শাড়িকে কি টেক্কা দিতে পারল দীপিকা-অনুষ্কার হেভিওয়েট লেহেঙ্গা, দাম কত জানেন
- FB
- TW
- Linkdin
২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। আজ থেকে প্রায় ১৪ বছর আগের ঐশ্বর্য রাই বচ্চনের সোনার কাঞ্জিভরমের কথা সকলের মনে আছে। ঐশ্বর্যর সোনালি কাঞ্জিভরমটি ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা তৈরি করেছিলেন। ২২ ক্যারেট সোনার পাড়, দামী পাথর বসানো ছিল শাড়িতে। শাড়িটির দাম ছিল ৭৫ লক্ষ টাকা। এবং তখনকার সময়ে সবচেয়ে দামি শাড়ি ছিল ঐশ্বর্যর শাড়িটি।
২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন। আজ থেকে প্রায় ১৪ বছর আগের ঐশ্বর্য রাই বচ্চনের সোনার কাঞ্জিভরমের কথা সকলের মনে আছে। ঐশ্বর্যর সোনালি কাঞ্জিভরমটি ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা তৈরি করেছিলেন। ২২ ক্যারেট সোনার পাড়, দামী পাথর বসানো ছিল শাড়িতে। শাড়িটির দাম ছিল ৭৫ লক্ষ টাকা। এবং তখনকার সময়ে সবচেয়ে দামি শাড়ি ছিল ঐশ্বর্যর শাড়িটি।
ইতালির কেমো লেকের ধারে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপিকাও বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির সোনার লেহেঙ্গায় সেজেছিলেন। যার মূল্য ছিল ১৩ লক্ষ টাকা। তবে কঙ্কোনি মতে বিবাহের সময়ে দীপিকা যে লাল ও সোনালি সিল্কের শাড়ি পড়েছিলেন, সেটি তার মায়ের দেওয়া ছিল।
বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাটছড়া বাঁধেন। বলিউডের দেশি গার্লও ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির গাঢ় লাল লেহেঙ্গায় সেজেছিলেন। লেহেঙ্গাটির দাম ছিল ১৩ লক্ষ টাকা।
বলিউডের নবাবপত্নী করিনা কাপুর খান শাশুড়ি শর্মিলা ঠাকুরের লেহেঙ্গা পরেছিলেন, যেটি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রীতু কুমার নতুন লুক দিয়েছিল। এবং রিসেপশনের দিন মনীশ মলহোত্রার ডিজাইন করা ৫০ লাখের ড্রেস পরেছিলেন। কুন্দনের ভারী গয়নায় করিনাকে বেগম পত্নীর মতোই দেখতে লাগছিল।
বলিউডের ব্ল্যাক বিউটি বিপাশা বসুকে বিয়ের দিন পুরো লাল শাড়িতে দেখা গিয়েছিল। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির লাল ও সোনালি জড়ির কাজ করা শাড়িটির দাম ৪ লক্ষ টাকা। লাল শাড়ির সঙ্গে জয়পুরের কুন্দরের গয়নায় সেজেছিলেন বিপাশা বসু।
ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লার ডিজাইন করা শাড়িতে সেজেছিলেন জেনেলিয়া ডিসুজা। মহারাষ্ট্রিয়ান বিয়ের শাড়িটিতে সোনার কুন্দনের কারুকার্য ছিল। যার দাম ছিল ১৭ লক্ষ টাকা।
তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা লাল শাড়িতে সেজেছিলেন শিল্পা শেট্টি। শাড়িটিতে প্রায় ৮০০০ স্বরোভস্কি স্ক্রিস্টাল ছিল। । যার দাম ছিল ৫০ লক্ষ টাকা। হিরে ও পান্নার গয়নায় সেজেছিলেন শিল্পা।
মনীশ মলহোত্রার ডিজাইন করা লাল টুকটুকে ঘাগড়ায় সেজেছিলেন বলি অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। লেহেঙ্গাটি তৈরি করতে খরচা হয়েছিল ৪.৫০ লক্ষ টাকা।