কাজলের এই কাণ্ডে বেজায় অস্বস্তিতে পড়েন অজয়, ফাঁস করলেই বিস্ফোরক ডিভা
- FB
- TW
- Linkdin
অজয় দেবগণ ও কাজলের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণের কথা সকলেরই জানা। প্রথম থেকেই এই জুটি একে অন্যকে সাপোর্ট করে আসছে পর্দায়।
ব্যাকস্টেজের ছবিটাও ঠিক তেমনই। তবে কেবল সাপোর্ট করাই নয়, এই একটা কারণে রীতিমত নাজেহাল হতে হয় অজয়কে।
কাজল খুব একটা ভালো শাড়ি পরতে পারেন না। পরলেও তা তিনি সামলাতে পারেন না।
ফলে কাজলের পরণে শাড়ি দেখলেই অজয়ের পড়ে যায় মাথায় হাত। সেই দিনটার জন্য ঘাম ছুঁটে যায় অভিনেতার।
তানাজি ছবির প্রমোশনে এসে এমনটাই জানিয়েছিলেন অজয়। তাঁর কথায় কাজল শাড়ি পরা মানেই তাঁর এক দিকের কাঁধ ঝুঁকে যায়। তাতেই হয় বিপত্তি। কোনও দিকেই মন দেওয়া যায় না।
kajol ajay
কাজলের কথায়, একদিকে তাঁকে দেখতে সুন্দর লাগতে হবে, পাশাপাশি তাঁকে বুঝতে দিলে চলবে না যে তাঁর শাড়ি খুলে যাচ্ছে।
যার ফলে কাজলের কাছে শাড়ি পরাটাই একটা মস্ত চ্যালেঞ্জের কাজ। যার জেরে জেরবার কাজল ও অজয় দুজনেই।