অভিশাপ না আশির্বাদ, বিশ বিষে বছরেই নয়া ইতিহাস গড়লেন অজয়-কাজল
- FB
- TW
- Linkdin
আজও এই জুটি এক কথায় বলতে গেলে পাওয়ার কপিল। তাঁদের এক সঙ্গে পর্দায় ভক্তরা পেয়েছে বহুবার।
বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল ছবি তালহাজি। সেই ছবি মুক্তির পরই হু হু বেড়ে উঠেছিল উত্তেজনার পারদ। যেমন অভিনয়, ঠিক তেমনই গল্পরের বুটন।
পাশাপাশি অজয় ও কাজল জুটি একই সঙ্গে। দীর্ঘ দিন পর এই জুটিকে পর্দায় পেয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে।
এখানেই শেষ নয়, ছবির আরও এক পরম পাওয়া হল তা অজয় দেবগণের একশো তম ছবি। যার ফলে এমনিতেই ভক্তদের ভিড় উপচে পড়ছিল।
এই ছবি এবার ২০২০ বছরে রেকর্ড গড়ল। চলতি বছর বক্স অফিসে সেরা ছবি হয়ে রইল তানাজি।
মোটটের ওপর এই ছবি আয় করেছে ২৭৯.৫৫ কোটি টাকা। এমন কি বিশ্বের দরবারেও বাকি ছবিদের তুরি মেরে উড়িয়ে নজর কাড়ে এই ছবি।
চলতি বছরে মুক্তি পাওয়া স্ট্রিট ডান্সার থ্রিডি হোক বা বাঘি থ্রি, কোনও ছবিই ধারে কাছে আসতে পারেনি এই তানাজির বক্স অফিসের।
এই প্রথম বছর সেরা বক্স অফিসে নাম এলো অজয় দেবগণ ও কাজের। তাই ২০২০ ও অজয়ের একশো তম ছবি ইতিহাস হয়েই রয়ে গেল।