পুলিশি সহায়তায় আদৌ কি প্রেমিকা রিচাকে কাছে পাবে আলি, জল্পনা তুঙ্গে
- FB
- TW
- Linkdin
বলি অভিনেত্রী রিচা চাড্ডা এবং অভিনেতা আলি ফজল চলতি মাসের ১৫ এপ্রিল সাত পাকে বাঁধা পড়তে চলেছিলেন। কিন্তু লকডাউনের জেরে তা পুরোটাই ভেস্তে গেছে।
অভিনেতার ব্যক্তিগত জীবনটাও গ্রাস করেছে এই করোনা ভাইরাস। একদিকে বিয়ে পিছিয়েছে অন্যদিকে প্রেমিকার থেকে বহুদূরে আটকে পড়েছেন অভিনেতা।
দেখা তো দূর, যোগাযোগের মাধ্যম বলতে শুধু ভিডিও কলই ভরসা। আর এভাবেই প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা।
এই দুরত্ব আর কোনওভাবেই মেনে নিতে পারছেন না বলিউডের এই লাভ বার্ডস।
অবশেষে মুম্বই পুলিশের কাছে বিশেষ অনুমতি নিয়ে রিচার সঙ্গে দেখার ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেতা আলি ফজল।
রিচার জন্য মন খারাপ লাগছে। দীর্ঘদিন দেখা না হওয়ায় অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। তাই শেষমেষ পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।
কিন্তু লকডাউনের জেরে এই বিশেষ অনুমতি কি মিলবে পুলিশের পক্ষ থেকে সেদিকেই তাকিয়ে রয়েছে অভিনেতা।
সূত্র থেকে জানা গিয়েছিল, মিয়া-বিবি পাড়ি দেবেন মলদ্বীপে। যদিও তার আগে দুপক্ষেরই ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিয়ে দিল্লিতে বিয়ের অনুষ্ঠান সারবেন। আর সমস্ত পার্টি সেরে দুজনে যাবেন নির্জন সমুদ্র সৈকত মলদ্বীপে। করোনা সংক্রমণের জন্যই সে প্ল্যানও পরিবর্তন করা হয়েছে।
যদিও বিয়ে নিয়ে পরিকল্পনা চললেও এখনও পর্যন্ত কোনও কিছুই বুক করে ফেলেননি অভিনেতা। পরিস্থিতি ঠিক হলেই তারা সিদ্ধান্ত নেবেন।
কিছুদিন আগেই লকডাউনের মধ্যেই মুম্বইয়ের না খেতে পাওয়া মানুষদের পাশে দাড়িয়েছিলেন আলি ফজল। ব্যাটম্যানের মুখোশ পরে অভিনেতার ছবি, ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।