- Home
- Entertainment
- Bollywood
- সম্পর্কে ছেদ না কি লিভইন-এর সুখ, বিয়ে প্রসঙ্গে কেন মুখে কুলুপ আলিয়া-রণবীরের
সম্পর্কে ছেদ না কি লিভইন-এর সুখ, বিয়ে প্রসঙ্গে কেন মুখে কুলুপ আলিয়া-রণবীরের
বিয়ে নিয়ে এখনও কোনও কথা বলতে নারাজ আলিয়া-রণবীর। বছর পড়তেই প্রকাশ্যে এসেছিল আলিয়া-রণবীরের চলতি বছরে বিয়ের সানাই বাজার খবর। বিটাউনে দুবছর ধরে জল্পনা তুঙ্গে। কবে হবে চার হাত এক, কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্রে পাওয়া খবরে অন্য সুর।
| Published : Jan 31 2021, 01:40 PM IST
- FB
- TW
- Linkdin
)
২০১৯ থেকেই বিয়ে ঘিরে জল্পনা তুঙ্গে। কখনও সামনে আসে ভুয়ো বিয়ের কার্ড, কখনও সামনে আসে বিয়ের ছবি।
)
শ্যপিং শুরু থেকে বিয়ের ভেনু, মেনু ঠিক করা, সবই নাকি চলছে দুই পরিবারের মধ্যে। কিন্তু বিয়েটা কবে।! তার কোনও সঠিক উত্তর মিলছে না।
)
সেই নিয়েই এবার জল্পনা তুঙ্গে। রণবীরের অতীত ঘিরেই সমস্যা, একের পর এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে গিয়েও তিনি শেষ মেশ বিয়ের পিঁড়িতে বসেননি।
)
একই পরিস্থিতি হতে চলেছেছে কি আলিয়ার। তা এখনও স্পষ্ট নয়। কারণ এই জুটি এক কথায় চুটিয়ে প্রেমে মত্ত।
)
ট্রিপ প্ল্যানিং থেকে শুরু করে দুই পরিবারের মধ্যে বন্ডিং। সবই যেন নজর এড়াচ্ছে না নেট দুনিয়ার। তবে বিয়ে নিয়ে কেন এত অপেক্ষা।
)
সেই উত্তর এবার মিলল ঘনিষ্ট মহল সূত্রে। উঠে এলো নয়া প্রসঙ্গে, আলিয়া কখনই বিয়ের বিষয় কিছু জানাননি। তাঁরা এখন ভালোই আছেন।
)
নিজেদের মত করে জীবনটাকে কাটাচ্ছেন। তবে এখনই কোনও বিয়ে নয়। তা এবার খোলসা হল এই সূত্র মারফত।
)
তবে কি লিভ-ইনের সম্পর্কেই আনন্দে রয়েছেন এই জুটি। তা বলা ভার। কারণ, কোনও কিছু বিষয়ই আপাতত কথা বলতে নারাজ এই জুটি।
)
যদিও নুরতের কথায় এই বিষয় তাঁর কাছে নতুন কিছুই নয়। তাই এই নিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট করতে নারাজ নুসরত।