- Home
- Entertainment
- Bollywood
- গোপনে সেক্স নাকি খুল্লামখুল্লা সঙ্গম, কোনটা চুটিয়ে উপভোগ করেছেন রণবীর, কেমন ছিল রঙিন দিনগুলি
গোপনে সেক্স নাকি খুল্লামখুল্লা সঙ্গম, কোনটা চুটিয়ে উপভোগ করেছেন রণবীর, কেমন ছিল রঙিন দিনগুলি
কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুর ছোট থেকেই যেন একটু বেশি অ্যাডভান্স। একদম ছোটবেলা থেকেই বান্ধবীর সংখ্যা যেমন প্রচুর, ঠিক তেমনই সঙ্গমও যেন জলভাত। ছোট বয়সেই ভার্জিনিটি লস, শারীরিক সম্পর্ক এসব কিছুতেই সিদ্ধহস্ত রণবীর কাপুর । তবে নিজের অভিনয় দক্ষতা নিয়ে বলিউডে নিজের জায়গা পাকিয়েছেন ঠিকই কিন্তু চকোলেট বয় ইমেজের পাশাপাশি প্লে-বয় ইমেজটাও সকলে জানেন। সাহসী অভিনেতা হয়েও যৌনজীবন নিয়ে মুখ খুলতে অনেকেই দ্বিধা করেন। কিন্তু ঋষি পুত্র তাদের মধ্যে পড়েন না। নিজের সেক্স লাইভ নিয়ে খুল্লামখুল্লা জবাব দিয়ে সকলকে এক ঝটকায় হতবাক করে দিয়েছিলেন আলিয়ার হবু স্বামী। রণবীর নিজে জানিয়েছিলেন, অনেক ছোট বয়সেই সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। মাত্র ১৫ বছর বয়সেই নিজের ভার্জিনিটি লস করেছিলেন রণবীর কাপুর। কেমন ছিল রঙিন দিনগুলি, বিয়ের পিঁড়িতে বসার আগে দেখে নিন একনজরে।

বলিউড অভিনেতারা শুধু অভিনয় দক্ষতাই নয়, বরং তাদের হট অ্যান্ড সেক্সি চেহারার জন্য সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন। বলিউডের এমন কিছু অভিনেতারা আছেন যারা নিজেদের যৌনজীবন নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন। তাদের মধ্যে প্রথমেই উঠে আসে রণবীর কাপুরের নাম।
কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুর ছোট থেকেই যেন একটু বেশি অ্যাডভান্স। একদম ছোটবেলা থেকেই বান্ধবীর সংখ্যা যেমন প্রচুর, ঠিক তেমনই সঙ্গমও যেন জলভাত। ছোট বয়সেই ভার্জিনিটি লস, শারীরিক সম্পর্ক এসব কিছুতেই সিদ্ধহস্ত রণবীর কাপুর । তবে নিজের অভিনয় দক্ষতা নিয়ে বলিউডে নিজের জায়গা পাকিয়েছেন ঠিকই কিন্তু চকোলেট বয় ইমেজের পাশাপাশি প্লে-বয় ইমেজটাও সকলে জানেন।
সাহসী অভিনেতা হয়েও যৌনজীবন নিয়ে মুখ খুলতে অনেকেই দ্বিধা করেন। কিন্তু ঋষি পুত্র তাদের মধ্যে পড়েন না। নিজের সেক্স লাইভ নিয়ে খুল্লামখুল্লা জবাব দিয়ে সকলকে এক ঝটকায় হতবাক করে দিয়েছিলেন আলিয়ার হবু স্বামী।
রণবীর কাপুরের ক্যাসানোভা ইমেজের কথা সকলেরই জানা। রণবীর নিজে জানিয়েছিলেন, অনেক ছোট বয়সেই সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। মাত্র ১৫ বছর বয়সেই নিজের ভার্জিনিটি লস করেছিলেন রণবীর কাপুর।
এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, মাত্র ১৫ বছর বয়সেই প্রথমবার সঙ্গমে লিপ্ত হয়েছিলেন রণবীর কাপুর। নিজের মুখেই সেকথা সাক্ষাৎকারে স্বীকার করেন কাপুর পুত্র। তিনি নিজেই জানিয়েছিলেন বান্ধবীর সংখ্যা তার প্রচুর। এছাড়াও ওই ছোট বয়সেই একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন রণবীর কাপুর।
খুব ছোট বয়সেই ভার্জিনিটি লস করেছেন রণবীর কাপুর। প্লে বয় ইমেজের পাশাপাশি নেশাতেও জড়িয়ে পড়েছিলেন রণবীর কাপুর। মাত্র ১৫ বছর বয়স থেকেই তামাক সেবন, তারপর কলেজে পা রাখতেই মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েছে। বলিউডের এই প্লে-বয় মহেশ কন্যা আলিয়া ভাটের হবু স্বামী।
একটা সময়ে মাদকের নেশায় জড়িয়ে পড়ে শরীর ও মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন রণবীর। কিন্তু এখন আর সেই মাদক ছুঁয়েও দেখেন না। ২০১৮ সালে সঞ্জয় দত্তের বায়োপির সঞ্জু-তে নিজের মাদকাসক্তির কথা নিয়ে মুখ খোলেন রণবীর কাপুর। তিনি বলেন, কলেজের পর মাদকের ক্ষতি নিয়ে নানা ধারণা তৈরি হয়েছিল। অনেক কষ্টে মাদক ছেড়ে দেন রণবীর কাপুর।
রণবীর আরও বলেন,মাদকের নেশা ছেড়ে দিলেও তামাকের নেশা আজও ছাড়তে পারেননি। যেটা আরও বেশি ক্ষতিকর। তবে সিগারেট ছাড়াও মিষ্টির প্রতি প্রবল নেশা রয়েছে রণবীরের। এবং মিষ্টি খেতে তিনি ভীষণ ভালবাসেন। তবে মাদক হোক কিংবা শরীরী নেশা, এই সবকিছুর মায়াজাল কাটিয়ে ছাদনাতলায় নিয়ে যেতে দীপিকা ও ক্যাটরিনাকে ডাহা ফেল করিয়ে দিলেন আলিয়া ভাট।
রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। বলিউডের অন্দরমহলে কান পাতলেই রণবীর-আলিয়ার বিয়ের কথা শোনা যাচ্ছে। কিন্তু আদৌ যে কবে বিয়ের পিঁড়িতে বসবনে তা নিয়েই সকলেই চিন্তিত। আজ থেকে প্রি-ওয়েডিং রিচ্যুয়াল শুরু হওয়ার কথা।
প্রতিমুহুর্তেই যেন বিয়ের দিনক্ষণ বদলে যাচ্ছে রণবীর-আলিয়ার। হাইপ্রোফাইল বিয়ের আসরও নাকি শীঘ্রই বসতে চলেছে। শোনা যাচ্ছে ১৩-১৪-১৭ এপ্রিল এই তিনদিনের কোনওটাতেই বসছে না রালিয়া জুটির বিয়ের আসর। বৈশাখের প্রথম রাতে রণবীরের গলায় মালা দিতে চলেছেন আলিয়া ভাট। বাঙালি নববর্ষের ছোঁয়াও থাকছে বলি তারকাদের বিয়ের লগ্নে। ১৫ এপ্রিল রাতেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।