বাড়লো আলিয়ার দর, একটা ইনস্টা পোস্ট পিছু যে পরিমাণ অর্থ দাবি করলেন তাতে হয়ে যাবে একটি আস্ত ফ্ল্যাট
First Published Feb 4, 2021, 12:48 PM IST
দিন দিন বাড়ছে আলিয়ার দর। ফ্যান বেস থেকে শুরু করে বলিউড বক্স অফিসে দাপট, পাশাপাশি প্রথম সারির সেলেবদের কড়া টক্কর দিয়ে যেভাবে বলিউডের মাটি কামরে ধরেছেন আলিয়া তা মুহূর্তে সাধারণের নজর কেড়েছে, যার ফলে হু-হু করে বাড়ছে আলিয়ার দর।

আলিয়া ভাট বলিউডে এখন যেভাবে নিজের পসার তৈরি করেছেন, তা এক কথায় বলতে গেলে সকলকে তাক লাগিয়ে দেওয়ার জোগার।

আলিয়া ভাট বলিউডে এখন যেভাবে নিজের পসার তৈরি করেছেন, তা এক কথায় বলতে গেলে সকলকে তাক লাগিয়ে দেওয়ার জোগার।

একাধিক পরিচয় ও দাপটের জেরে আলিয়া এখন বলিউডের হটকেক। সকলের নজর এখন তাঁর দিকেই।

একে তো মহেশ কন্যা, তার ওপর কাপুর পরিবারের হবু পুত্রবধু, এ তো গেল ব্যক্তিগত জীবন, এর পাশাপাশি অভিনয়, লুক ও গুণে সেরার সেরা আলিয়া।

অভিনেতা অভিনেত্রীদের ছবি ছাড়াও রোজগার করার আরও এক জায়গা হল সোশ্যাল মিডিয়ার পাতা। সেখানেই আলিয়া ভাটের ভক্তের সংখ্যা বিপুল।

সোশ্যাল মিডিয়ায় আলিয়ার একটি পোস্ট মানেই তা মুহূর্তে লক্ষ্য লক্ষ্য মানুষের কাছে পৌঁচ্ছে যাওয়া।

আর তাই এবার দর বাড়িয়ে দিলেন আলিয়া। আলিয়ার সোশ্যাল মিডিয়ার পাতায় একটি পোস্ট করার জন্য যে পরিমাণ টাকা লাগবে, তা নিঃসন্দেহে একটি ফ্ল্যাট কেনার বাজেট।

এখন আলিয়াকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হলে দিতে হবে এক কোটি টাকা। যা রীতিমত ঘাম ঝড়াচ্ছে বিজ্ঞাপন সংস্থার।

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?